আসানসোলে প্রার্থী ঘোষণা করল বিজেপি, শত্রুঘ্নর বিরুদ্ধে লড়বেন এসএস আলুওয়ালিয়া

0
136

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ এপ্রিল, কলকাতা: অবশেষে ঘোষণা হল আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম। এই আসনে তৃণমূলের শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে লড়াই করবেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এদিন বঙ্গে প্রচারে এসে তাঁর নাম ঘোষণা করলেন অমিত শা। বাংলার দুটি আসনে প্রার্থী ঘোষণা বাকি ছিল বিজেপির।

এক আসানসোল ও দুই ডায়মন্ডহারবার। আগে আসানসোল কেন্দ্রে ভোজপুরী গায়ক-অভিনেতা পবন সিংকে প্রার্থী করেছিল বিজেপি। তবে নানা বিতর্কের জেরে প্রার্থী পদ প্রত্যাহার করেন তিনি। এরপর থেকেই কে হবেন আসানসোলের প্রার্থী তা নিয়ে বাড়ছিল জল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান হল এদিন। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের সভা থেকে অমিত শাহ ঘোষণা করলেন আসানসোলের বিজেপি প্রার্থীর নাম।

সুরিন্দর আসানসোলের ‘ভূমিপুত্র’। অবাঙালি হলেও বাংলাও ঝরঝরে বলতে পারেন। তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শত্রুঘ্নের মোকাবিলায় সুরিন্দরের উপরেই ভরসা রাখলেন। প্রসঙ্গত, এই নিয়ে পর পর তিনটি লোকসভা ভোটে সুরিন্দরকে তিনটি আসন থেকে টিকিট দেওয়া হল।

প্রথম বার তিনি দার্জিলিং আসন থেকে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। দ্বিতীয় বার সুরিন্দরকে টিকরিট দেওয়া হয়েছিল বর্ধমান-দুর্গাপুর আসন থেকে। সে বারেও তিনি জেতেন। তবে দ্বিতীয় বার আর তাঁকে মন্ত্রী করা হয়নি। তৃতীয় বারে তাঁকে টিকিট দেওয়া হল আসানসোল থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here