তৃতীয় দফার লোকসভা ভোটের মুখে বাংলায় ৬৭ জন বিজেপির নেতা পদত্যাগ, চিঠি প্রকাশ করলো কুণাল ঘোষ

0
500

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ মেঃ আগামীকাল তৃতীয় দফার লোকসভা ভোটের মুখে ফের একবার শিরোনামে কুণাল ঘোষ। এবার বিজেপিকে নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে বিস্ফোরক তথ্য দিলেন, যা দেখে সকলেই চমকে গিয়েছে।এদিন তিনি তার এক্স হ্যান্ডেলে বিজেপির প্যাডে লেখা লম্বা একটি চিঠি পোস্ট করেন।

কুণাল ঘোষ সেই সঙ্গে লেখেন, তমলুক সাংগঠনিক জেলার প্রায় ৬৭ জন বিজেপির নেতা পদত্যাগ পত্র জমা দিয়েছেন জেলা কমিটির কাছে। চিঠিটি সঠিক হলে তো এটা শুভেন্দুর প্রতি আদি বিজেপির উপহার।’
উল্লেখ্য, এই তমলুক কেন্দ্রের বিজেপির তরফে চলতি লোকসভা ভোটে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। তবে তাকে প্রার্থী করাই কি কাল হল বিজেপি? এমনকি এই চিঠিটির আদৌ কোনও সত্যতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে কাঁথি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলে অনুগামীরা বলে থাকেন। সেখানে যদি এতজন সত্যি করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে তা অধিকারী গড় তথা রাজ্য বিজেপির পক্ষে যে মোটেও সুখকর হবে না তা বলাই বাহুল্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here