পা‌ণ্ডুয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার এক মহিলা

0
10

খবরিয়া নিউজ ডেস্ক, ৬ মেঃ বোমাকে বল ভেবে খেলতে গিয়ে মৃত্যু হয় এক কিশোরের। গুরুতর আহত হয় আরও দুই কিশোর। ঘটনার তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই এক মহিলাকে গ্রেপ্তার করে‌‌ছে পুলিশ। অন্যদিকে ঘটনাস্থলে আসে তদন্তে সিআইডি বোম্ব স্কোয়াড। তল্লাশি চালিয়ে আরও দুটি বোমা উদ্ধার করে।

এদিন এবিষয়ে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন, আহত কিশোর রুপম বল্লভের বাবা শুকদেব বল্লভের অভিযোগের ভিত্তিতে তাঁর প্রাক্তন স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যক্তিগত শত্রুতার জেরে নেতাজি পল্লীতে বোমা রাখা হয়েছিল বলে সন্দেহ পুলিশের। সেই বোমাকে বল ভেবে খেলতে গিয়েই বিপত্তি। বিস্ফোরণে মৃত্যু হয় বারো বছরের রাজ বিশ্বাসের। গুরুতর আহত হয় রূপম বল্লভ (১৩) এবং সৌরভ চৌধুরী (১১)। দু’জনই বর্তমানে চুঁচুড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

এদিন আহত রুপমের বাবা শুকদেব বল্লভের অভিযোগ, তাঁর সঙ্গে বিচ্ছেদের পর পাড়ারই এক যুবককে বিয়ে করে তাঁর স্ত্রী। ওই যুবক বিহারে হাতুড়ে চিকিৎসকের কাজ করেন। মাস পাঁচেক আগে দু’জনে বিহারে চলে যান। বর্তমানে নেতাজী পল্লীতে তাঁদের দোতলা বাড়ি তালা দেওয়া অবস্থায় রয়েছে। তবে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও তাঁর প্রাক্তন স্ত্রী সন্তানকে দেখতে মাঝে মাঝে আসতেন। গত শনিবার দাঁতের চিকিৎসার জন্য তাঁর স্ত্রী পাণ্ডুয়া আসেন।

এদিন সকালে বোমা বিস্ফোরণের পর হাসপাতালেও যান ছেলেকে দেখতে। গ্রেপ্তারের ঘটনায় হতবাক প্রতিবেশীরা। বোমা রাখা বা বিস্ফোরণের ঘটনায় ওই মহিলার কতটা হাত রয়েছে তা বুঝে উঠতে পারছেন না মহিলার বাপের বাড়ির গ্রাম সবুজ পল্লীর বাসিন্দারা। তবে পুলিশের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। মহিলার বর্তমান স্বামীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here