কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদ, আজ দেশজুড়ে গণ-অনশনে বসছে আপ

0
22

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৭ এপ্রিল, নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে রবিবার দেশজুড়ে গণ-অনশন পালন করবেন আম আদমি পার্টির কর্মীরা। দিল্লির যন্তরমন্তরে আপ কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেবেন।

আম আদমি পার্টির নেতা গোপাল রাই জানিয়েছেন, আপ সুপ্রিমোর গ্রেপ্তারির প্রতিবাদে আজ সকাল থেকে যন্তরমন্তরে দলের বিধায়ক এবং দেশজুড়ে সমস্ত কর্মী, সমর্থকরা গণ অনশন পালন করবেন। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল করে তাঁদের যন্তর-মন্তরে পৌঁছনোর কথা। তবে আপের তরফে বলা হয়েছে, যাঁরা যন্তর-মন্তরে আসতে পারবেন না তাঁরা নিজেদের বাড়িতে থেকেই গণ অনশন কর্মসূচিতে যোগ দিতে পারেন।

পাশাপাশি, দিল্লি পুলিশও রাজধানীর নিরাপত্তা বৃদ্ধি করেছে। বিভিন্ন রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে। কয়েকটি জায়গার যান নিয়ন্ত্রণও করা হয়েছে। গত ২১ মার্চ আবগারি নীতি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল ইডি। দু’দফায় ইডি হেফাজত শেষে বর্তমানে কেজরিওয়ালকে পাঠানো হয়েছে তিহাড়ে।

আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। অন্য দিকে, দিল্লি হাই কোর্টে চলছে তাঁর জামিন মামলার শুনানি। তাঁর গ্রেপ্তারির পর থেকে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন আপের কর্মীরা। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ঘেরাওয়ের কর্মসূচিও ছিল তাঁদের। বহু আপ কর্মীকে আটক করা হয়েছিল। শুধু আপ নয়, বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’তে থাকা সব দলই কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মুখ খুলেছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here