ভূপতিনগর কাণ্ডে এবার এনআইএ-র বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ দায়ের ধৃতের পরিবারের

0
34

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৭ এপ্রিল, ভূপতিনগর: ভূপতিনগর কাণ্ডে এবার এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হল। শনিবার রাতে ভূপতিনগর থানায় এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ৩৫৪ ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

সূত্রের খবর, বিস্ফোরণে অভিযুক্ত তৃণমূল নেতা মনোব্রত জানার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ। এ প্রসঙ্গে কাঁথির এসডিপিও দিবাকর দাস বলেন, “মনোব্রতর বাড়ি থেকে এনআইএ-এর বিরুদ্ধে অভিযোগ করেছে। দরজা ভেঙে বাড়িতে ঢুকে তারা শ্লীলতাহানি করেছে। তদন্ত করে দেখা হবে।”

শনিবার ভোরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে ফেরার সময় আক্রান্ত হন এনআইএ আধিকারিকরা৷ ধৃতদের ছেড়ে দেওয়ার দাবিতে এনআইএ-র আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়েন গ্রামবাসীদের একাংশ৷

ঘটনায় এনআইএ-র গাড়ির কাচ ভাঙে, দুই এনআইএ আধিকারিক আহতও হন৷ শনিবার সকালেই এনআইএ তাদের উপর হামলার অভিযোগ করেছিল ভূপতিনগর থানায়। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এনআইএর উপর হামলার ঘটনায় একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তার মধ্যেই এ বার শ্লীলতাহানির অভিযোগ দায়ের হল এনআইএর বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here