‘বিজেপিকে ৪৪০ ভোল্টের ঝটকা দিন’, রায়গঞ্জ থেকে হুংকার অভিষেকের

0
20

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ এপ্রিল, রায়গঞ্জ:  আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে রাজ্যের তিন কেন্দ্রে। তার মধ্যে একটি হল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ। তার আগে শনিবার সেখানে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে সভা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন প্রচারসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‘দিল্লিতে ভূমিকম্প চাই। যারা ভাগাভাগির কথা বলে, হিন্দুর বিরুদ্ধে মুসলমানদের লড়িয়ে দেয়, দাঙ্গা করায়, তাদের সরাতে হবে। মোদী বলেন, ৪০০ পার। আমি বলি, ওঁদের ৪৪০ ভোল্টের ঝটকা দিতে হবে। যাঁরা আপনার ভোট নিয়ে আপনার উপর জুলুম করে, তাঁদের জবাব দেওয়া উচিত।’’

সাম্প্রতিককালে রায়গঞ্জ আসনটি তৃণমূল দখল করতে পারেনি। কখনও কংগ্রেস, কখনও সিপিএম, কখনও বিজেপিই সেখান থেকে জয়ী হয়েছে। এদিন জনতার উদ্দেশে অভিষেকের আর্জি, ”কৃষ্ণ কল্যাণীকে জিতিয়ে বিজেপিকে জবাব দিন। তিনি তৃণমূলে যোগ দেওয়ার পর আয়কর বিভাগ তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল। কিন্তু কৃষ্ণ কল্যাণী লড়াই করেছেন। এমন জনপ্রতিনিধিরই তো জেতা উচিত। দিল্লিকে আমরা ভয় পাই না। দিল্লির কুকুর হওয়ার চেয়ে বাংলার বাঘ হওয়া ভালো। আমি কথা দিচ্ছি, ৪ জুন ফল প্রকাশের পরই আমি এখানে আসব। সকলের সঙ্গে বিজয় উৎসবে শামিল হব।”

গতকালই প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে। প্রথম দফার তিনটে আসনের তিনটেই জিতবে তৃণমূল কংগ্রেস, শনিবার এমনই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচারসভা থেকে তিনি বলেন, “কাল উত্তরবঙ্গের তিনটি আসনে নির্বাচন ছিল। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির মা, বোন, ভাইরা সার্জিক্যাল স্ট্রাইক করেছে। ২৬ তারিখ আপনাদের সময়, যে যে ভাষায় শিখবে, তাঁকে সেই ভাষায় শিক্ষা দিন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here