অপসারণের ২৪ ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদের শক্তিপুর ও বেলডাঙায় নতুন ওসি নিয়োগ করল কমিশন

0
43

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ এপ্রিল, মুর্শিদাবাদ:  রামনবমীর দিন শোভাযাত্রা ঘিরে অশান্তির অভিযোগে শুক্রবার মুর্শিদাবাদের দুই থানার ওসিদের সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন। তাঁদের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশও দেওয়া হয়েছিল। ২৪ ঘন্টার মধ্যে দুই থানায় নতুন ওসি নিয়োগ করল কমিশন।

শক্তিপুর ও বেলডাঙায় ওসি হিসাবে দায়িত্ব নিলেন বিশ্বজিৎ হালদার ও শামসের আলি। শনিবার দুপুরে কমিশনের তরফে নতুন বিজ্ঞপ্তিতে তাঁদের উপর দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। বিশ্বজিৎ হালদার মুর্শিদাবাদের সাব ইন্সপেক্টর ছিলেন।

অন্যদিকে শামসের আলি বীরভূমের কোর্ট ইন্সপেক্টর ছিলেন। ভোটে তাঁদের উপরই দায়িত্ব দিয়েছে কমিশন। শনিবার থেকেই তাঁরা দায়িত্ব নেবেন। রাম নবমীর দিন মুর্শিদাবাদের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগে মুর্শিদাবাদের বেলডাঙা ও  শক্তিপুর থানার দুই ওসিকে সাসপেন্ডের নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

কমিশন স্পষ্টভাবেই জানিয়েছিল, রামনবমীর মিছিল ঘিরে যে অশান্তি হয়েছে এলাকায়, তাতে দায়িত্ব পালনে তাঁরা ‘ব্যর্থ’। উল্লেখ্য, লোকসভা নির্বাচন চলার কারণে বর্তমানে আদর্শ আচরণবিধি লাগু রয়েছে দেশজুড়ে। এই সময়ে নির্বাচন কমিশনের হাতে বিশেষ কিছু ক্ষমতা থাকে। যার বলে প্রয়োজন অনুযায়ী কোনও জায়গায় আধিকারিকদের বদলি বা সরানোর নির্দেশ দিতে পারে কমিশন।

আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর থেকে রাজ্যে এরকম একাধিক পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরানো হয়েছে রাজীব কুমারকে।  পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম – এই চার জেলার জেলাশাসকদেরও বদলি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here