‘রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যানসার’, সুকান্তর গড়ে দাঁড়িয়ে বিজেপিকে তুলোধুনো অভিষেকের

0
24

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ মার্চ, বালুরঘাটঃ সোমবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সভা থেকে বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে বিঁধে অভিষেক বললেন, ‘এদের রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যানসার। বিজেপিকে ভোট দেবেন না। মনে রাখবেন, বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমীর আনা।”

অভিষেকের আরও সংযোজন, “২০১৯ সালে যাঁরা বিজেপিকে ভোট দিয়েছেন, তাঁরা একবুক আশা-আকাঙ্ক্ষা থেকে ভোট দিয়েছিলেন। কিন্তু তাঁদের আশা ভঙ্গ হয়েছে।” গঙ্গারামপুরের জনগর্জন সভা থেকে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হলেন তিনি।

কখনও বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ, কখনও নিজের অধিকারের দাবিকে সামনে রেখে আমজনতাকে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার আহ্বান দিতে দেখা গেল অভিষেককে। বিজেপি ভোটে জিতেও এলাকার জন্য কোনও কাজ করেনি বলে অভিযোগ করেন অভিষেক।

এমনকী তাঁর দাবি, বাংলার মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্রের সরকার। গত তিন বছরে বাংলাকে জন্য কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে সেই সংক্রান্ত তথ্যও প্রকাশ্যে আনার জন্য বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক। তিনি বলেন, “এই কেন্দ্রের সাংসদ সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন, আমি একটা ফোন করব আর টাকা চলে আসবে। তা হলে বুঝতে পারছেন, আপনাদের টাকা কে আটকে রেখেছে ?”

এদিন গঙ্গারামপুরে অভিষেকের সভায় উপস্থিত ছিলেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ও রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এই দুই এলাকাতেই যাতে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলকে জেতানো হয়, ভোটারদের উদ্দেশে সেই বার্তাও দিলেন অভিষেক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here