‘ভোট চাইতে লজ্জা পাচ্ছেন দলীয় কর্মীরা’, অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর মন্তব্যে শোরগোল

0
37

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ মার্চ, কলকাতাঃ ভোটের আবহে দলীয় কর্মীসভায় মন্তব্য করতে গিয়ে দলকে অস্বস্তিতে ফেলে দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক তথা উত্তর ২৪ পরগণার জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। তিনি বলেছেন, ‘দলীয় কর্মীরা ভোট চাইতে লজ্জা পাচ্ছেন।’ তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

শনিবার অশোকনগর বিধানসভার রাজিবপুর বিরা পঞ্চায়েতের অনন্তপাড়া এলাকায় গ্রামীন তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের নিয়ে এক কর্মিসভার আয়োজন করেছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। উপস্থিত ছিলেন তৃণমূলের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার-সহ একাধিক নেতানেত্রীরা।

সেখানেই কর্মীদের উদ্দেশে নারায়ণকে বলতে শোনা যায়, ‘বাদাম বিক্রেতা যদি সম্মান নষ্ট হয়ে যাওয়ার ভয়ে বাদাম নিয়ে চুপ করে বসে থাকেন তাহলে বাদাম বিক্রি হবে না। ঠিক একইভাবে তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকলে হবে না। কিন্তু, তৃণমূল কর্মীরা পাড়ার লোককে গিয়ে বলতে লজ্জা পাচ্ছেন যে তৃণমূলে ভোট দিন।’

তাঁর এই বক্তব্যের ভিডিওটি ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি খবরিয় ২৪। তবে নারায়ণের এই মন্তব্য ঘিরে শোরগোল তড়ে গিয়েছে। নারায়ণ পরে অবশ্য দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তিনি বলেন, ‘‘কিছু বুথে কর্মীদের নিষ্ক্রিয়তার জন্য হার হয়। তাঁদের উৎসাহিত করতে ওই কথা বলেছি। তার মানে কি তৃণমূল খারাপ?’’ কিন্তু কেন তৃণমূল কর্মীরা ভোট চাইতে লজ্জা পাবেন, সে প্রশ্নের সদুত্তর মেলেনি নারায়ণের কাছে।

জানা গিয়েছে, ওই জনসভায় বারাসাত কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারও ছিলেন। তিনি অবশ্য জানিয়েছেন, এটা তাঁর ব্যক্তিগত মত। তবে তৃণমূলের অনেক নেতার মতে নারায়ণ গোস্বামীর এরকম মন্তব্য করা উচিত হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here