বিজেপির ১০ বিধায়ক লাইনে আছেন, ঠিক সময়ে দরজা খুলব: অভিষেক

0
129

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ এপ্রিল, কলকাতাঃ বাংলা থেকে বিজেপি পার্টিটাকেই তুলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার মুর্শিদাবাদের জলঙ্গিতে রোড-শো ছিল অভিষেকের। রোড শো শেষে অভিষেক দাবি করেছেন, বিজেপির আরও ১০ জন বিধায়ক তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে বসে আছেন!

অভিষেকের কথায়, “বিজেপির এখনও ১০ জন এমএলএ লাইনে আছে। ঠিক টাইমে দরজা খুলব। আমি কথা দিয়ে যাচ্ছি, বিজেপি দলটাকে বাংলা থেকে উঠিয়ে দেব।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, ‘‘তাপস রায়কে ইডি-র ভয় দেখিয়ে বিজেপিতে নিয়ে গিয়েছে। ওদের লোক নেই, তাই তৃণমূল থেকে লোক নিয়ে গিয়ে প্রার্থী করতে হয়। আমিও তার ৪৮ ঘণ্টার মধ্যে ওদের এক বিধায়ককে ভাঙিয়ে এনেছিলাম।’’

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এরপরেই তাঁকে রানাঘাট কেন্দ্রের লোকসভা নির্বাচনের প্রার্থী করা হয়। এর আগে ২০২১ সালের বিধানসভা ভোটের পরে অভিষেক একাধিক বার বলেছিলেন, ‘‘দরজাটা খুলছি না। খুললে বিজেপি উঠে যাবে।’’ এ বার সরাসরি বিজেপিকে উঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী।

অভিষেকের এ হেন বক্তব্যকে ‘ফাঁকা আওয়াজ’ বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, ‘‘দরজা তো ভোটের সময়েই খুলতে হয়। কবে আর খুলবে? আসলে তৃণমূল থেকে অনেকে বিজেপিতে আসার জন্য মুখিয়ে রয়েছেন। দরজার পিছনে তৃণমূলের দিকে মমতা এবং অভিষেক ছাড়া আর কেউ থাকবে না। তাই তিনি এ সব বলছেন।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here