প্রচারে মেজাজ হারালেন শতাব্দী, ভোটারকে বললেন ইডিয়ট!

0
95

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ এপ্রিল, বীরভূমঃ প্রচারে গিয়ে মেজাজ হারালেন বীরভূমের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। বুধবার দুবরাজপুরের বালিজুড়িতে খাগেশ্বর শিব মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী। সেখানে পুজো দেওয়ার পর স্থানীয় এক ভোটারের প্রশ্ন শুনেই শতাব্দী মেজাজ হারিয়ে সবার সামনে বলেই ফেললেন, ‘ইডিয়ট! ইডিয়ট! তুমি ইডিয়টের মতো কথা বলছো।’

যে ব্যক্তিকে ভর্ৎসনা করেছেন তৃণমূল প্রার্থী তার নাম সুনীল মণ্ডল। তিনি পরে বলেন, ‘‘আমি শুধু বলছিলাম, আপনি যে কাজগুলো করেছেন, তার কোনও প্রচার করেনি কেন তৃণমূল? কিন্তু উনি এটা শুনেই রেগে গেলেন। আসল কথাটা শুনলেনই না। আমি মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম।’’

অন্য দিকে, এই ঘটনার পর গাড়িতে উঠে শতাব্দীকে অন্য মেজাজে দেখা যায়। তিনি হাসতে হাসতে বলেন, ‘‘উনি বলছেন, জলের ট্যাঙ্কের জন্য যে টাকা দিয়েছিলেন, তা রাতের অন্ধকারেই নিয়ে গিয়েছে আবার। এটা তো হতে পারে না। এই সব টাকা তো ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কে ট্রান্সফার হয়। যাই হোক, আমি ওঁর সঙ্গে আলাদা করে কথা বলে নেব।’’

আর ওই ব্যক্তি বলেন, ‘‘উনি দিদির মতো। বয়স্ক মানুষ। বকেছেন, আর কী করা যাবে।’’ এদিনের ঘটনা প্রসঙ্গে কুণাল ঘোষ জানিয়েছেন, ‘শতাব্দী রায় মেজাজ হারাননি। তাঁরাও মানুষ। কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া ঘটতে পারে। তবে উনি খুব ভাল মনের মানুষ।’

দিন কয়েক আগে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়ে শতাব্দী রায়। তাঁর পানীয় জল ও রাস্তার দাবিতে বিক্ষোভ  দেখান একদল গ্রামবাসী। গাড়িতে বসেই গ্রামবাসীদের সব অভিযোগ শোনেন তিনি।যদিও শতাব্দী রায় পরে দাবি করেন তাঁকে ঘিরে কোনও বিক্ষোভ হয়নি। তাঁর কাছে গ্রামবাসীরা কিছু আবদার করেছেন। সেই আবদার তিনি শুনেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here