ইচ্ছাকৃতভাবে তিহারে আম-মিষ্টি খেয়ে সুগার বাড়াচ্ছেন কেজরি, আদালতে দাবি ইডির

0
34

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ এপ্রিল, নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী তিহারে চুটিয়ে মিষ্টি এবং আম খাচ্ছেন। বৃহস্পতিবার আদালতে এমনই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। তাঁদের দাবি, কেজরিওয়ালের সুগার রয়েছে। এই ধরণের খাবার তাঁর সুগারের মাত্রাকে প্রভাবিত করছে।

পাশাপাশি তার ওজন কমার এটিও একটি প্রধান কারণ। তিহার জেলে ইতিমধ্যেই সাড়ে চার কেজি ওজন কমেছে কেজরিওয়ালের। এমনকি তিহাড়ে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অতিরিক্ত চিনি দিয়ে চা-ও খাচ্ছেন। সঙ্গে মিষ্টিও। একজন ডায়বেটিসের রোগী কীভাবে এই ধরণের খাবার গ্রহণ করেন তা নিয়ে প্রশ্ন তোলে ইডি।

প্রসঙ্গত, আদালতের নির্দেশে জেলে বসে বাড়ির পাঠানো খাবারই খাচ্ছেন আপ সুপ্রিমো। সুগার লেভেল নজরে রাখতে দিল্লি কোর্টে আবেদন করে কেজরিওয়াল দাবি করেন, তাঁর ব্লাড সুগার লেভেল ওঠানামা করছে। এই পরিস্থিতিতে তাঁর চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।

কোর্টে দায়ের করা আর্জিতে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, সপ্তহে তিনবার করে তাঁর ভিডয়ো কনফারেন্স করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা দরকার। বৃহস্পতিবার সেই মামলারই শুনানি চলার সময়ে ইডির তরফে আইনজীবী জ়োহেব হোসেন জানান, ব্লাড সুগার বৃদ্ধি করার জন্য জেলে ইচ্ছাকৃত ভাবে বেশি মিষ্টি আর আম খেয়ে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

ইডির আরও দাবি, নিজের ব্লাড সুগারের মাত্রায় তারতম্য ঘটছে, এমনটা দেখিয়েই জামিন নিশ্চিত করতে চাইছেন দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কেজরিওয়াল। যদিও কেজরীওয়ালের আইনজীবী বিবেক জৈন ইডির দাবি খারিজ করে দিয়ে পাল্টা দাবি করেছেন যে, কেবল সংবাদমাধ্যমের নজর কাড়ার জন্যই এই সমস্ত মন্তব্য করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

কেজরিওয়ালের আইনজীবী আরও জানিয়েছেন, সমস্ত খাবারই তিনি চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছেন। ইডি অহেতুক বিষয়টি নিয়ে জলঘোলা করছে। দু’পক্ষের বক্তব্য শোনার পর আদালত জেল কর্তৃপক্ষের কাছে কেজরীওয়ালের খাবারদাবার সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছে। ১৯ এপ্রিল শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে কেজরিওয়ালের ঠিকানা তিহার জেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here