‘নজরে কোচবিহার’! লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটে কত কোম্পানি বাহিনী, কত ভোটার, লড়ছেন কতজন জানুন এক নজরে

0
105

কোচবিহার, ১৮ এপ্রিলঃ ১৯ এপ্রিল শুরু লোকসভা নির্বাচনের ভোট। দেশের বিভিন্ন রাজ্যের সাথে প্রথম দফায় কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ। তার মধ্যে অন্যতম কেন্দ্র হল কোচবিহার।

প্রথম দফায় কোচবিহার জেলাতেই সবথেকে বেশি ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রায় সাড়ে ৪ হাজার রাজ্য পুলিশ থাকছে ভোটের নিরাপত্তায় বলে জানা গিয়েছে। এই কোচবিহার লোকসভার আসনের ৯টি আসন থাকলেও মেখলিগঞ্জ ও তুফানগঞ্জ বাদে বাকি ৭টি বিধানসভা কেন্দ্র হল কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, মাথাভাঙা, শীতলকুচি, সিতাই- দিনহাটা ও নাটাবাড়ি।

কোচবিহার লোকসভা আসনে এবার লড়াই চতুর্মুখী হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক লড়ছেন তাঁর পুরনো কেন্দ্রে। তৃণমূলের প্রার্থী হয়েছেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। ফরওয়ার্ড ব্লক দলের প্রার্থী হয়েছেন  নীতিশচন্দ্র রায়। কংগ্রেসের প্রার্থী পিয়া রায় চৌধুরী।

এই লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভার মোট ভোটার ১৯,৬৬,৫৬৩ জন। তার মধ্যে নতুন ভোটার রয়েছে ৫৩,৮৫৪ জন।  এবার কোচবিহার লোকসভা কেন্দ্রে পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে ১০, ১৪, ৮৬৪ জন এবং মহিলা ভোটারের সংখ্যা রয়েছে ৯,৫১,৯৯৬ জন।  কোচবিহারের লোকসভা আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মোট ৩৩ জন। সব মিলিয়ে কোচবিহার জেলার মোট ২৪,৪৯,৬৩৫ জন ভোটারের মধ্যে ১৯,৬৬,৫৬৩ জন কোচবিহারের লোকসভা আসনের জন্য ভোট দিতে চলেছেন বলে জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে।

উল্লেখ্য, বাম জমানার অবসানের পর থেকেই ক্ষমতা দখলের লড়াইয়ে এগিয়ে রয়েছে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে কেন্দ্রের শাসক দল বিজেপি আসনটিকে দখল করে নেন নিশীথ প্রামাণিক। তারপর থেকে কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব পান তিনি। তবে জেলায় ভোট প্রচারের মধ্যে দুই দলের প্রাধান্য রয়েছে সর্বত্র। একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অপরদিকে কেন্দ্রীয় শাসকদল বিজেপি। এই দুই দল এক অপরকে ভোট প্রচারে বিন্দুমাত্র জায়গা ছাড়তে নারাজ। এছাড়া অন্যান্য দলগুলিও নিজেদের সাধ্যমতো ভোট প্রচার করেছে। এখন দেখার বিষয় একটাই কোচবিহারের লোকসভা আসনে কোন প্রার্থী জয়ী হন সেই দিকে তাকিয়ে গোটা জেলাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here