মিলল না স্বস্তি, কেজরির ইডি হেপাজতের মেয়াদ বাড়ল আরও চারদিন

0
11

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ মার্চ, নয়াদিল্লিঃ ফের চার দিনের ইডি হেপাজত হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। ৭ দিনের ইডি হেফাজত শেষে বৃহস্পতিবার কেজরিওয়ালকে দিল্লির রাউস এভিনিউ কোর্টে পেশ করা হয়। ইডি দিল্লির মুখ্যমন্ত্রীর আরও ৭ দিনের হেফাজত চায়।

পালটা কেজরিওয়াল দাবি করেন তাঁকে গ্রেপ্তার করাটা আসলে একটা কেলেঙ্কারি। আদালতে নিজের স্বপক্ষে বলতে গিয়ে কেজরি বলেন, ‘ইডির রিম্যান্ডের আবেদনের বিরোধিতা করছি না। কিন্তু এটা একটা দুর্নীতি। এতে ইডির দু’টি উদ্দেশ্য। এক, আপকে ভেঙে দেওয়া। দুই, আড়ালে তোলাবাজির চক্র চালানো।’

কেজরি আরও বলেন, ‘‘ইডি বলছে, আবগারি দুর্নীতিতে ১০০ কোটি টাকা নয়ছয় হয়েছে। তা হলে সেই টাকা কোথায় গেল? আসল দুর্নীতিটা শুরু হয়েছে ইডির তদন্ত শুরু হওয়ার পর। আমাকে গ্রেফতার করা হয়েছে। কোনও আদালতে আমাকে অপরাধী প্রমাণ করা যায়নি। সিবিআই ৩১ হাজার এবং ইডি ২৫ হাজার পৃষ্ঠার চার্জশিট দিয়েছে। সেগুলো পড়েও আমাকে গ্রেফতার করার কোনও কারণ খুঁজে পাওয়া যাবে না।’’

কিন্তু রাউস অ্যাভিনিউ কোর্টে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কোনও যুক্তিই খাটল না। তাঁর ইডি হেফাজতের মেয়াদ আরও চারদিন বাড়িয়ে দিল আদালত। এদিন আদালতে কেজরির সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সুনীতা ছাড়াও অতিশী, গোপাল রাই, সৌরভ ভরদ্বাজের মতো আম আদমি পার্টির নেতারা।

প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার ইডি গ্রেপ্তার করে কেজরিকে। তার আগে জিজ্ঞাসাবাদের জন্য কেজরিকে ন’‌বার সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু তিনি হাজিরা দেননি। গত বৃহস্পতিবার ছিল নবম বারের হাজিরার দিন। ইডি দপ্তরে না গিয়ে কেজরি সে দিন হাইকোর্টে রক্ষাকবচের আবেদন জানান। কিন্তু তা খারিজ হয়ে যায়। ওইদিন রাতেই গ্রেপ্তার করা হয় তাঁকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here