ছাত্র ও ছাত্রীদের আগমন এবং প্রস্থান নিরাপত্তা ব্যবস্থাপনা চালু কোচবিহার জেলার দুটি স্কুলে

0
252

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ মার্চঃ স্কুলে ছাত্র ও ছাত্রীদের আগমন এবং প্রস্থান নিরাপত্তা ব্যবস্থাপনা চালু হল কোচবিহার জেলার দুটি স্কুলে। এদিন কোচবিহার আমবাড়ী ৫৪ নং বুথ ভিইসি-র সম্পূর্ন উদ্যোগে আমবাড়ী জুঃ বেসিক স্কুল ও দিনহাটার গোপাল নগর আরআর প্রাইমারী স্কুলে ছাত্র ও ছাত্রীদের আগমন এবং প্রস্থান নিরাপত্তা ব্যবস্থাপনা চালু করা হয়। এই সিস্টেমের জন্য প্রয়োজনীয় ডিভাইসটি প্রদান করেছেন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বর্তমানে বিদ্যালয়ের শিক্ষা উত্সাহী নির্মল বর্মন। এখন থেকে ছাত্র ও ছাত্রীরা বিদ্যালয়ে প্রবেশ এবং প্রস্থানের সময় আই ডি কার্ড ডিভাইসে স্পর্শ করলেই তাদের আগমন ও প্রস্থানের বার্তা চলে যাবে অভিভাবকের মোবাইল নম্বরে। এদিন ছাত্র ও ছাত্রীদের আগমন এবং প্রস্থান নিরাপত্তা ব্যবস্থাপনার উদ্বোধন করেন শিক্ষারত্ন পুরস্কার ও ড. মেঘনাদ সাহা পুরস্কার প্রাপ্ত শিক্ষক ড. আশুতোষ দত্ত।

তিনি ছাড়াও উপস্থিত ছিলেন দীপক বর্মন, বিশিষ্ট শিক্ষক সুব্রত নাহা, মোস্তফা খন্দকার, অভিজিৎ দত্ত, দীপক চন্দ্র কর্মকার, নবীন রায় সহ আরও অনেকে। বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী ও অভিভাবক গনের সামনে এই ব্যবস্থাপনার সম্পূর্ন পদ্ধতি কিভাবে ঘটবে সেটা করে দেখান বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাগন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্যারীমোহন রায় জানান, ছাত্র ও ছাত্রীদের আগমন ও প্রস্থানের বার্তা ছাড়াও এই সিস্টেমের মাধ্যমে ছাত্র ও ছাত্রীরা তাদের জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাবেন টেক্সট ম্যাসেজের মাধ্যমে এবং একজন ছাত্র বা ছাত্রী ১০ থেকে ১২ দিন এক টানা বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে বিদ্যালয় থেকে এই সিস্টমের মাধ্যমে  ফোন করা হবে। ফলে অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের যোগাযোগের আর শ্রীবৃদ্ধি ঘটবে। এতে ছাত্র ও ছাত্রীদের সার্বিক মান উন্নয়নে সহায়ক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here