হাইভোল্টেজ ভোট ঘিরে উৎসবের মেজাজ ঘাটালে, হিরণের নামে শুরু দেওয়াল লিখন

0
32

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ মার্চ, ঘাটালঃ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকেই দেব ফের প্রার্থী হন কি না, এখনও সেই নিয়ে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তার মধ্যেই ঘাটালে টলিউডের আর এক অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায় তথা হিরণকে ঘাটালের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তাই দুই তারকার সম্ভাব্য লড়াই ঘিরে এখন থেকেই পারদ চড়ছে ঘাটালে।

সেই আবহেই সেখানে হিরণের সমর্থনে দেওয়াললিখন শুরু হয়ে গেল। ঘাটাল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড এলাকায় চলল দেওয়াল লিখন। দেওয়াল লিখতে দেখা গেল ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটকে। সঙ্গে জোরকদমে শুরু হয়েছে ফ্লেক্স তৈরির কাজ।

শীতল কপাট বলেন, “আমরা খুবই খুশি। ভোট কবে ঘোষণা হবে জানি না, আমাদের প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। আমরা দেওয়াল লিখন শুরু করে দিয়েছি। উনি খড়গপুরের সাংসদ, একজন হিরো, একজন নায়ক। ওনাকে পেয়ে আমরা খুশি। আমাদের একটাই লক্ষ্য এই প্রার্থীকে জয়লাভ করাব।”

ঘাটালের বর্তমান সাংসদ তৃণমূলের দীপক অধিকারী ওরফে দেব।কয়েক দশক ধরেই বার বার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা শোনা গিয়েছে। সংসদে সেই নিয়ে সরব হয়েছেন সেখানকার গত দু’বারের সাংসদ দেবও। কিন্তু পরিকল্পনা বাস্তবায়িত হয়নি আজও।  এদিকে দেবের সঙ্গে হিরণের তেমন সুসম্পর্ক নেই বলেই শোনা যায়। সম্প্রতি দেবের বিরুদ্ধে মুখ খোলেন হিরণ। ঘাটালের জন্য দেব কী করেছেন, কত বার ঘাটালে গিয়েছেন, প্রশ্ন তোলেন তিনি।

এই পরিস্হিতিতে ঘাটাল থেকে বিজেপি প্রার্থী হিরণকে সাধারণ মানুষ জিতিয়ে আনলে, বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানও বাস্তবায়িত হবে বলে রব তুলেছেন বিজেপি জেলা নেতৃত্ব। সব মিলিয়ে এবছর লোকসভা নির্বাচনে ঘাটাল অন্যতম হাই-ভোল্টেজ কেন্দ্র হয়ে উঠতে পারে। এখন দেখার শেষ হাসি হাসে কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here