খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ জুলাই, তুফানগঞ্জ: নির্বাচনের পরের দিনেও ফের রাজনৈতিক সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেল তুফানগঞ্জ থানার অধীন বলরামপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের ছাট পানিশালা গ্রামে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে। আহত তৃণমূল কর্মীর নাম শঙ্কর দাস। তাঁকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় এক তৃণমূল কর্মী রঞ্জিত সেন বলেন, “এদিন দুপুরে বলরামপুর ১ নং গ্রাম পঞ্চায়েতর ছাট পানিশালা গ্রামে ৮/২১৭ নং বুথে শঙ্করবাবু বাড়ির পাশে তেল আনতে যাওয়ার সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে আমরা উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসি। এ বিষয়ে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হবে।” বিজেপির জেলা সম্পাদক উজ্জ্বল কান্তি বসাক বলেন, “অভিযোগ ভিত্তিহীন। গতকাল থেকেই তৃণমূল বিজেপি কর্মীদের আটকে দিয়ে ভোট করতে দেয়নি। তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়।”