বাইসনের আক্রমণে গুরুতর জ*খম ৪জন, ঘটনায় চাঞ্চল্য

0
34

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ এপ্রিলঃ বাইসনের আক্রমণ গুরুতর জখম ৪জন। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছেন গোটা মাথাভাঙ্গা শহরে জুড়ে। এদিন ভোরে বাইসনের গতিবিধি প্রথমে লক্ষ্য করা যায় পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় তার খনিক পড়েই চলে যায় মধ্য বাইগুড়ি এলাকায় সেখানে কিছুক্ষণ থাকার পরই বাইসন গিয়ে পৌঁছায় বড় কাউয়ারডারা এলাকায় আর সেখানেই শুরু করে তার তাণ্ডব।

প্রথমে আহত হয় অর্চনা সূত্রধর, ঊষা রানী ভদ্র, মল্লিকা বিশ্বাস ও গৌতম বিশ্বাস। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অর্চনা শীলের ছেলে সজল সূত্র ধরে জানান, মা ছাগল বানতে বাইরে গিয়েছিল। সেই সময় বাইসনের আক্রমণে গুরুতর আহত হয়। ঊষা রানী ভদ্রর ভাস্তা সুব্রত দাস জানান চার দিকের চিৎকার শুনে পিসি বাইরে বের হয় আর কিছু বুঝে ওঠার আগেই বাইসনের হামলায় গুরুতর আহত হয়।

বনদপ্তরের পক্ষ থেকে রেঞ্জার সুব্রত দাস জানান সকাল ৬টা থেকে আমারা বাইসনটির গতিবিধির উপর লক্ষ রাখা হচ্ছিল। প্রায় সারে ৩ ঘন্টার প্রচেষ্টায় বাইশনটিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয়। তারপর আর মুভার দিয়ে উদ্ধার করে পাতলা খাওয়া জঙ্গলে সেরে যাওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। আহতরা সকলেই সরকারি সাহায্য পাবেন বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here