ফের তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে অধীর, নওদায় উঠল গো ব্যাক স্লোগানও

0
21

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ এপ্রিল, মুর্শিদাবাদ: ফের তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। নওদায় হেঁটে যখন প্রচার করছেন অধীর, তখন উঠল ‘গো ব্যাক’ স্লোগান।

শনিবার নওদা বিধানসভার দমদমা শ্যামনগর থেকে হেঁটে প্রচার শুরু করেন অধীর। সেখানেই ব্লক সভাপতি শফিউজ্জামান ওরফে হাবিব মাস্টারের নেতৃত্বে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। হাবিব মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খানের ভাগ্নে।

অধীরের গাড়ি ঘিরে যখন বিক্ষোভ দেখায় তৃণমূল, পাল্টা আসরে নামেন কংগ্রেসের কর্মীরা। উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খায় পুলিশ।

বিক্ষোভকারীদের দাবি, অধীরকে দেখা যায়নি কয়েক বছরে। তিনি নাকি কোনও কাজ করেননি নওদা এলাকায়। এরপর আজ ওই এলাকায় কংগ্রেস নেতা পৌঁছতেই ব্লক সভাপতির নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। এ প্রসঙ্গে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় বলেন, “রাজনৈতিক অভিসন্ধী রয়েছে। আসলে তৃণমূল ভয় পেয়ে এইসব করার চেষ্টা করছে। এই সব করলে অধীর চৌধুরীর ভোট আরও বাড়বে।”

এর আগে গত ১৭ এপ্রিল হাসপাতালে রাম নবমীর ঘটনায় আহতদের দেখতে গিয়ে বিজেপির কর্মী, সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন অধীর। সেই সময়ও অধীরকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। বচসা চলাকালীন বিজেপির এক জেলা নেতাকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছিল অধীরের বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here