বামনহাট কালমাটিতে দুই তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ ও মারধোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

0
195

দিনহাটা, ২০ এপ্রিলঃ ভোটের দিন রাতে তৃনমূলের দুই কর্মীকে ধারালো অস্ত্রের কোপ ও মারধোর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বামনহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের কালমাটি এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আহত এক তৃণমূল কর্মী অবস্থার অবনতি হলে তাকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিং হোমে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে। আক্রান্ত ওই দুই তৃণমূল কর্মীর নাম ধিরেন্দ্রনাথ বর্মণ (৫০)। এবং প্রমথ বর্মণ(৪৮)। তাদের বাড়ি কালমাটি এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ওই অভিযোগ অস্বীকার করেন বিজেপির স্থানীয় নেতৃত্বরা।

অভিযোগ, গতকাল পঞ্চায়েত ভোট শেষে হওয়ার পর দলীয় নেতাদের নিয়ে  বৈঠক করতে যায় অঞ্চল সভাপতির বাড়িতে যান ধিরেন্দ্রনাথ বর্মণ। বৈঠক শেষে রাত্রি ১২ টা নাগাদ বাড়ি ফিরছিল কয়েকজন। সেই সময় পিছন দিকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমন করেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সেখান আক্রান্ত হন অপর এক তৃণমূল কর্মী প্রমথ বর্মণ। পরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে দুজনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ধিরেন্দ্রনাথ বর্মণ নামে ওই তৃণমূল কর্মীকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিন এবিষয়ে আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবারের দাবি, আমার বর ভোট শেষে অঞ্চল নেতৃত্বের বাড়িতে যান। সেখানে কর্মীদের নিয়ে বৈঠক ছিল। বৈঠক শেষে যখন বাড়ি ফিরছিল সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় ও তার সাথে থাকা তৃণমূল কর্মীদের মারধোর করেন। তারা আগে থেকে পরিকল্পনা করেই এই আক্রমণ চালিয়েছেন। যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের শাস্তির দাবি জানান আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here