আমি আপনাদের রয়্যাল বেঙ্গল টাইগার, মালদায় প্রচারে ঝড় তুলে বললেন মমতা

0
31

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ এপ্রিল, মালদা: প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আগামী ২৬ এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোট। দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটের মত কেন্দ্র রয়েছে। শনিবার মালদায় নির্বাচনী প্রচারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কার্যত প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো।

শনিবার গাজোলের মহাবিদ্যালয় মাঠে তিনি জনসভা করেন। এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘১০০ দিনের কাজের টাকা ওরা দেয়নি। আটকে রেখেছে। কিন্তু বাংলা ভিক্ষা চাইবে না। আমি আপনাদের রয়্যাল বেঙ্গল টাইগার। আমি এখানে হাত ছোঁয়াতে দেব না। যত বেশি সাংসদ আমরা নেব, তত বেশি দিল্লি থেকে কাজ করতে পারব। বাংলার প্রাপ্য আদায় করব। আমরা প্রকল্প চালু করেছি— কর্মশ্রী। এর মাধ্যমে জব কার্ড হোল্ডারদের ৫০ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হচ্ছে। কেউ চাইলে ৬০ দিনও করতে পারেন।’

উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূণ ব্যানার্জির সমর্থনে তিনি বলেন, ‘প্রসূনকে ভোটটা দিয়ে দেখুন। ও এখানে আপনাদের জন্য পড়ে থাকবে। আপনাদের কথা বলবে। ওকে ভোট দিয়ে দেখুন। আমার আর এক প্রার্থী আছেন শাহনওয়াজ ভাই। ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নামী ছাত্র। সব ছেড়ে এখানে এসেছেন মালদহের মানুষকে ভালবেসে।’

শুক্রবার প্রথম দফা ভোটে রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে। এদিনের মঞ্চ থেকে আলিপুরদুয়ারের সম্ভাব্য ফল জানিয়ে মমতা বলেন, “এবার আলিপুর দুয়ার থেকে ভোটে দাঁড়িয়েছেন আমাদের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক। ও সম্ভবত জিতে যাবে।’’

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, “মিডিয়াতে যা দেখাচ্ছে তা সত্যি নয়। এটা বিজেপির তৈরি করা সার্ভে, আসল সার্ভে নয়। ভয় পাবেন না, বিজেপি আর আসছে না, এবারে দিল্লিতে আমাদের ইন্ডিয়া জোটের সরকারই হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here