‘৪ জুন ৪০০ পার’, বালুরঘাট থেকে গ্যারান্টি দিলেন প্রধানমন্ত্রী মোদি

0
12

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ এপ্রিল, বালুরঘাট: আসন্ন লোকসভা ভোটে ৪০০-র বেশি আসনে জয়ী হবে বিজেপি। মঙ্গলবার বালুরঘাটের সভা থেকে দাবি করলেন আত্মবিশ্বাসী মোদি। আগামী ৪ জুন ভোটের ফল প্রকাশ। সে’দিনকে টার্গেট করে সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘গোটা বাংলা বলছে, ৪ জুন ৪০০ পার।’

পাশাপাশি এও বললেন, ‘মোদির গ্যারান্টি হল গ্যারান্টি পূরণ হওয়ার গ্যারান্টি। বালুরঘাট বিমানবন্দরের জন্য বিজেপি অনেক চেষ্টা করেছে কিন্তু এখানকার তৃণমূল সরকারের ইচ্ছেই নেই বালুরঘাটে এয়ারপোর্ট তৈরি হোক।” এমনকি গত ১০ বছরে বাংলায় তৃণমূলের প্রবল বাধা সত্বেও উন্নয়নে বাংলার পাশে থেকেছে কেন্দ্র এমনটাই দাবি মোদির।

তিনি আরও বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে বিদ্যুতের বিল হবে শূন্য। বাংলায় মেয়েদের আইটি, শিক্ষা, পর্যটনের প্রশিক্ষণ দেওয়া হবে। বাড়ি বাড়ি সিলিন্ডারের সুবিধা পাবেন দেশের সব মানুষ। এতে মঙ্গল হবে আদিবাসী মহিলাদের।’ এদিন বালুরঘাটের তাঁতি, কৃষকদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, তাঁতি, কৃষকদের জন্যও চিন্তা করেছে বিজেপি। ১৩ হাজার কোটি খরচ করে তাঁতি, কৃষকদের উন্নয়নের চেষ্টা চলছে। পাটচাষিদের লাভের কথা ভেবে বিজেপি ‘জুট আই কেয়ার’ প্রকল্প চালু করেছে। তিন লক্ষ কৃষক এই সুবিধা পাচ্ছেন। মোদির মুখে বিদায়ী সাংসদ সুকান্তের প্রশংসা শোনা গেল। তিনি বলেন, ‘‘গত পাঁচ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন সুকান্ত। এ বার তাই ভোটটা ওঁকেই দিন। রেকর্ড ভোটে জেতান। আর পশ্চিমবঙ্গের প্রতি ঘরে মোদির বার্তা পৌঁছে দিন।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here