এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা সোমবার, জানাল কলকাতা হাইকোর্ট 

0
43

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ এপ্রিল, কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন জানাল কলকাতা হাই কোর্ট। আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় রায় ঘোষণা করবে হাই কোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। ২৪ হাজারের বেশি চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ কী, তা জানা যাবে সোমবারই। তাতে চাকরি পেতে পারেন অনেকে।

আবার বাতিল হতে পারে অনেকের চাকরি। এমনকী এই দিনেই ৩৫০টি মামলার রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। এসএসসির গ্ৰুপ-সি, গ্ৰুপ-ডি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ২৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে।

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়ে হাই কোর্টের বিশেষ বেঞ্চে মামলাটি ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। বিশেষ বেঞ্চকে ছ’মাসের মধ্যে শুনানি শেষ করতে বলেছিল শীর্ষ আদালত। সেই মতো গত ডিসেম্বর মাস থেকে ওই মামলাগুলির শুনানি শুরু হয় বিশেষ বেঞ্চে।

বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে টানা সাড়ে তিন মাস শুনানি হয়েছে এই মামলার। গত ২০ মার্চ ওই বেঞ্চে শুনানি শেষ হয়। রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। সোমবার সেই মামলার রায়দান করবে আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here