দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্যে ভোট শান্তিপূর্ণ! প্রথম দফা শেষে জানাল কমিশন

0
104

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ এপ্রিল, কলকাতা: দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া প্রথম দফায় রাজ্যে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে নির্বাচন। ভোটগ্রহণ শেষের পর সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাব জানান, বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৭.৫ শতাংশ। রাজ্যে প্রথম দফায় নির্বাচন ছিল জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।

কলকাতায় কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, ১০০ শতাংশ ওয়েব কাস্টিং সফল হয়েছে। মোট পোলিং স্টেশন ছিল ৫৭১৪ টি। তিনটি কেন্দ্র মিলিয়ে ৫৬,২৬,১০৮ জন ভোটার ছিলেন। ৮৫ বছরের উপর ভোটার ৭২৮৬ জন। মাইক্রো অবজার্ভারের সংখ্যা ৫৮১। তিন কেন্দ্রে প্রার্থী সংখ্যা ৩৭। যার মধ্যে ৪ জন মহিলা প্রার্থী ।

কোচবিহারে ১৪, জলপাইগুড়ি ১২ ও আলিপুরদুয়ারে ১১ জন প্রার্থী। কোচবিহারে ১১২ কোম্পানি, জলপাইগুড়িতে ৬৩ কোম্পানি, আলিপুরদুয়ারে ৭৫ কোম্পানি এবং শিলিগুড়ি কমিশনারেটে ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সবথেকে স্পর্শকাতর কেন্দ্র ছিল কোচবিহারই।

কমিশন সূত্রে জানানো হয়েছে, এদিন ভোটকে কেন্দ্র করে মোট ৫৫৬ টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে কোচবিহারে ২৬৯টি, আলিপুরদুয়ারে ১৬২টি এবং জলপাইগুড়িতে ১২৫টি অভিযোগ জমা পড়েছে। সব মিলিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে তিন জেলাতেই। তবে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে।

কয়েকটি জায়গায় বুথ জ্যাম, ভুয়ো এজেন্ট পাকড়াও, বুথের বাইরে রাজনৈতিক গোলমালের ঘটনা ঘটেছে। তিন জেলা এবং শিলিগুড়ি কমিশনারেট মিলিয়ে তৈরি রাখা হয়েছিল মোট ১২১টি কুইক রেসপন্স টিম। বাংলায় প্রথম দফার নির্বাচনে গ্রেপ্তার হয়েছে ১০ জন। এরপর ২৬ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। ওইদিন পরীক্ষা উত্তরের আরও তিন কেন্দ্র দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here