দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত! কেন এই কথা বললেন অভিষেক?

0
102

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ এপ্রিল, কলকাতাঃ এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়া বাতিল ঘোষণা করেছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করা হচ্ছে।

এই বিষয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বড় দাবি করে বসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কলকাতা হাই কোর্টের বিচারপতিদের সঙ্গে বিজেপির যোগসাজশ রয়েছে। তাই দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত।

তাঁর অভিযোগ, ‘ক্রিকেটে যেমন ম্যাচ ফিক্সিং হয়, তেমনি বিজেপি কোর্ট ফিক্সিং করছে। তাদের পরিকল্পনা অনুসারে হাই কোর্টের বিচারপতিরা একের পর এক রায় দিচ্ছেন। এটা দুর্ভাগ্যজনক। এই রায়ের রন্ধ্রে রন্ধ্রে বিজেপির ছাপ রয়েছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক, ভূ-ভারতের ইতিহাসে এমন রায় নেই।’

সম্প্রতি বিচারপতির চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখন তিনি বিজেপির তমলুক লোকসভা আসনের প্রার্থী। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, ‘এসএসসি মামলা যে বিচারপতি শুনছিলেন তিনি এখন বিজেপির প্রার্থী। তিনি বিচারপতি থাকাকালীন বলেছেন, বিজেপি তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছিল এবং তিনিও বিজেপির সঙ্গে যোগাযোগে ছিলেন। সেই বিচারপতি যদি বিজেপিতে যান তাহলে তো দেশ থেকে হাই কোর্টই তুলে দেওয়া উচিত।’

অভিষেক আরও বলেন, আদালত বলছে, কয়েক জন প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন, তাই পুরো প্যানেলটাই বাতিল। তাহলে সেই যুক্তি অনুযায়ী একজন বিচারপতি বিজেপিতে যোগদান করেছেন, অর্থাৎ সব বিচারপতিই বিজেপি হয়ে গিয়েছেন। আদালতের যুক্তিতে তাই হচ্ছে।

এরপরই অভিষেক বলেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সপ্তাহের শুরুতে বোমা পড়ার কথা বললেন। সপ্তাহের শুরু সোমবার। সেদিন আদালতের রায় এলো। এটা কী কাকতালীয়? অন্যদিকে সোমবারই আমার উপর হামলার জন্য রেইকি করার জন্য একজন গ্রেফতার হলেন। তাহলে বিস্ফোরণ বলতে এই দুটোর মধ্যে একটা। চাকরিহারাদের উদ্দেশে অভিষেকের বার্তা, ” ওরা প্রতিশোধ নিয়েছে। আপনারা ভেঙে পড়বেন না। যোগ্য চাকরিহারাদের পাশে সরকার ছিল, এখনও আছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here