চাকরি হারাদের এক জনের কিছু হলে বাড়ির সামনে আসবে, বিচার চাইবে! শুভেন্দুকে নাম না করে হুঁশিয়ারি মমতার

0
54

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ এপ্রিলঃ গত সোমবার আদালতের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল নিয়ে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে সভা করতে গিয়েছিলেন মমতা।

সেই মঞ্চ থেকে নাম না করে শুভেন্দুর উদ্দেশে তৃণমূলনেত্রী বলেন, ‘‘রায় বেরনোর ৪৮ ঘণ্টা আগে তুমি জানলে কী করে ?  রায়টা কি তুমি লিখে দিয়েছিলেন ? না কি তোমার পার্টি অফিস থেকে লিখে দিয়েছিল ?’’

সম্প্রতি শুভেন্দু অধিকারী বলেন,‘‘সামনের সপ্তাহে একটা এমন বোমা ফাটবে যে গোটা তৃণমূলটা বেসামাল হয়ে যাবে।’’ সে দিন থেকে রাজনৈতিক মহলে অনেকেই শুভেন্দুর ‘বোমা হুঁশিয়ারি’র সঙ্গে রায়কে জুড়ে দেখতে চেয়েছিলেন।

তারপরেই বৃহস্পতিবার পাল্টা হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘‘এই যে ২৬ হাজারের চাকরি খেয়েছে, আড়াই লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে। এক জনের কিছু হলে, এরা কিন্তু তোমার বাড়ির সামনে আসবে, বিচার চাইবে।’’ মমতা আরও বলেন, ‘‘এঁদের মধ্যে নিশ্চয়ই অনেকে মেদিনীপুরের রয়েছেন। মনে রাখবেন, আমরা কিন্তু আপনাদের পাশে রয়েছি।’’

২০১৬ সালের এসএসসি মামলায় প্যানেল বাতিলের রায় বিচারপতি থাকাকালীন দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পর সুপ্রিম কোর্টে যায় রাজ্য। শীর্ষ আদালত বিশেষ বেঞ্চ গঠন করতে বলে কলকাতা হাই কোর্টকে। সেই বে়ঞ্চ ২৫ হাজার ৭৫৩ জনের নিয়োগ বাতিল করেছে। বৃহস্পতিবার অভিজিৎকে ‘বিচার ব্যবস্থার কলঙ্ক’ বলেও তোপ দাগেন মমতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here