খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ জুলাই, কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে সমান অনুপাতে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ থাকবে। মঙ্গলবার এমনই জানাল কলকাতা হাই কোর্ট। এ ব্যাপারে বিএসএফের নোডাল অফিসারকে নির্দেশ দিল আদালত। পোলিং অফিসারদের নিরাপত্তার দাবিতে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের আবেদনে সংগ্রামী যৌথ মঞ্চের দায়ের করা মামলায় এই নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
কেন্দ্রীয় বাহিনীর নিয়ম অনুযায়ী, যে কোনও জায়গায় ৪ জনের কম জওয়ান মোতায়েন করা যায় না। কিন্তু এই নির্বাচনের জন্য পর্যাপ্ত বাহিনী নেই বলে জানানো হয় আদালতে। অন্য দিকে, আদালত আগেও বলেছে যে, রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাজ করতে পারবে। এই বিশেষ পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটে প্রতি ভোটকেন্দ্রে সমান অনুপাতে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দিল হাই কোর্ট। পাশাপাশি সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করারও নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ওই মামলার শুনানিতে ডেপুটি সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান, কেন্দ্রীয় বাহিনীর ৬৫ হাজার জওয়ান এবং রাজ্য পুলিশের ৭০ হাজার কর্মীকে সমান অনুপাতে ব্যবহার করলে এই সমস্যার সমাধান করা যাবে। এর পর হাই কোর্ট আইজিকে (বিএসএফ) নির্দেশ দেয় রাজ্যজুড়ে সমান ভাবে বাহিনী মোতায়েন করার। এদিন পঞ্চাশ-পঞ্চাশ অর্থাৎ সমান অনুপাতে রাজ্য পুলিশ ও বাহিনী দিয়ে সমস্ত পোলিং বুথে নিরাপত্তা কতটা নিশ্চিত করা সম্ভব তা খতিয়ে দেখা হচ্ছে।