সন্দেশখালি মামলায় বড় পদক্ষেপ! নারী নির্যাতনের প্রথম এফআইআর দায়ের করল সিবিআই

0
23

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ এপ্রিল, সন্দেশখালিঃ সন্দেশখালি মামলায় হাইকোর্টের পক্ষ থেকে মহিলাদের ওপর অত্যাচার, জমি জবরদখল সহ একাধিক অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল সিবিআইকে। সেই নিয়ে অনলাইন পোর্টাাল খুলে সেখানে গ্রামবাসীদের থেকে অভিযোগ গ্রহণও করা হয়। এবার সেই অভিযোগের ভিত্তিতে প্রথম নারী নির্যাতনের এফআইআর দায়ের করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকেরা। অভিযোগ ওঠে শাহজাহান ‘অনুগামী’-দের দিকে। তার পর থেকে খোঁজ মিলছিল না শাহজাহানের। ফেব্রুয়ারির শেষে গ্রেফতার হন শাহজাহান। গ্রেফতারির আগেই তাঁকে ছ’বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল।

পরবর্তীতে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান এবং তাঁর শাগরেদদের বিরুদ্ধে জমি দখল এবং নারী নির্যাতনের বহু অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে। আদালত তদন্তভার দেয় সিবিআইয়ের হাতে। আদালতের নির্দেশে একটি ইমেল আইডি চালু করা হয়। সেখানে সন্দেশখালি থেকে একের পর এক অভিযোগ জমা পড়ে।

সূত্রের খবর, সেখানে জমি দখল, ভেড়ি দখল ছাড়াও রয়েছে ধর্ষণের মতো ভয়ংকর অভিযোগ। প্রসঙ্গত, সন্দেশখালি কাণ্ডের তদন্তে যে ইমেল আইডি প্রকাশ করেছে সিবিআই সেটি হল sandeshkhali@cbi.gov.in । এই আইডিতে সরাসরি অভিযোগ জানানো যাচ্ছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ইমেলে আসা সেই সব অভিযোগে নারী নির্যাতনের অভিযোগও করা হয়েছে। সেই ইমেলের ভিত্তিতেই সিবিআই নারী নির্যাতনের এফআইআর করেছে বলে খবর। সূত্রের খবর, এফআইআরে নাম রয়েছে একাধিক প্রভাবশালীর। যদিও তারা কারা তা এখনও জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here