“বিজেপি কেন্দ্রীয় বাহিনী দিয়ে বুথ দখল করে ভোট করাতে চায়।” মারাত্মক অভিযোগ মমতার

0
32

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ এপ্রিলঃ “বিজেপি কেন্দ্রীয় বাহিনী দিয়ে বুথ দখল করতে চাইছে। তারা ভাবছে, বাহিনী দিয়ে ভোট করাবে।” বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের দাঁতনের নির্বাচনী সভামঞ্চ থেকে মারাত্মক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপিকে আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন, সারা দেশের মধ্যে বাংলায় সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন।

তাঁর অভিযোগ, বিজেপি কেন্দ্রীয় বাহিনী দিয়ে বুথ দখল করতে চাইছে। তারা ভাবছে, বাহিনী দিয়ে ভোট করাবে। এক  দেশ এক ভোটের প্রসঙ্গ তুলে তৃণমূনেত্রী বলেন, বিজেপি আর ভোট চায় না। তাই এক দেশ এক ভোটের  আওয়াজ তুলেছে।

এদিনও মুখ্যমন্ত্রী এসএসসির নিয়োগ মামলার রায় নিয়ে বিচারব্যবস্থার সমালোচনা করে বলেন, আইন দেখিয়ে ২৬ হাজার চাকরি খেয়ে নিয়েছে ওরা। মগের মুলুক নাকি। যাদের চাকরি গেল, তাদের কী হবে। শিক্ষকদের বিজেপিকে ভোট দিতে নিষেধও করেন তিনি।

বিজেপির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মমতা বলেন, দিনের পর দিন রাজ্যের প্রাপ্য বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর সঙ্গে তিনবার দেখা করলাম। অফিসারদের মধ্যে মিটিংও হল। কিচ্ছু হল না। বিজেপি নেতারা বলে দিচ্ছে, বাংলায় রাস্তার টাকা দেবে না, আবাস যোজনার টাকা দেবে না। ওরা ১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছে। দেব দেব বলতে বলতে ভোট পার হয়ে গেল। বিজেপিকে একটি ভোট দেবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here