খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ জুলাই, হায়দরাবাদ:
দীর্ঘ দিনের প্রস্তুতির পর চাঁদের উদ্দেশে পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩। শুক্রবার দুপুর ২.৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে সম্পন্ন হয়েছে চন্দ্রযান তিনের উৎক্ষেপণ। এই অভিযান সফল হলে, আমেরিকা, রাশিয়া, চিনের পর ভারতই হবে বিশ্বের চতুর্থ দেশ, যাদের পাঠানো মহাকাশযান চাঁদের বুকে নামবে।
এদিন উৎক্ষেপণস্থলে উপস্থিত ছিলেন বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের মন্ত্রী শ্রী জিতেন্দ্র সিংহ। আগেই চন্দ্রযানের সাফল্য কামনায় তিরুপতি মন্দিরে পুজো দিয়েছিলেন ইসরোর বিজ্ঞানীরা। চন্দ্রযান তিন অবতরণ করবে চাঁদের দক্ষিণ মেরুতে। প্রথম চন্দ্রযান উড়েছিল ২০০৮ সালে। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার জলের খোঁজ পেয়েছিল চন্দ্রযান এক। ২০১৯ সালে চাঁদের উদ্দেশে রওনা দেয় চন্দ্রযান ২। কিন্তু চাঁদের পিঠে নামতে গিয়ে ব্যর্থ হয় চন্দ্রযান-২।
অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার সাফল্যের অপেক্ষায় ভারতের বিজ্ঞানীরা। চন্দ্রযান দুই-এর তিনভাগের একভাগ খরচে বানানো হয়েছে চন্দ্রযান তিন। আজ গোটা দেশের অপেক্ষার অবসান ঘটিয়ে চাঁদের উদ্দেশে পাড়ি দিল চন্দ্রযান তিন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ থেকে ২৪ অগাস্টের মধ্যে চাঁদের বুকে নামবে চন্দ্রযান-৩।