শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভার সময়সূচিতে বদল, কী জানালেন রাজু বিস্ট?

0
74

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ মার্চ, শিলিগুড়িঃ বদল হল শিলিগুড়ি কাওয়াখালির প্রধানমন্ত্রীর জনসভার সময়সূচি। ঠিক হয়েছিল ৯ মার্চ বিকেল ৫টায় জনসভায় বক্ত্যব্য রাখবেন মোদি। আগে ঠিক ছিল বিকাল পাঁচটায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি জনসভায় বক্তব্য রাখবেন। কিন্তু পরির্বতিত সময়সূচি অনুযায়ী তিনি তিনটে নাগাদ মঞ্চে পৌঁছে যাবেন এবং সরকারি অনুষ্ঠানে যোগদানের পর সভায় বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রীর এই পরিবর্তিত কর্মসূচির কথা জানিয়ে শুক্রবার সভাস্থলে একটি সাংবাদিক বৈঠক করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট, বিধায়ক দীপক বর্মন-সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংসদ বলেন, ‘প্রধানমন্ত্রী সময়সূচি এগিয়ে আনা হয়েছে। বিকাল সাড়ে তিনটে নাগাদ তিনি সভাস্থলে পৌঁছবেন। দুপুর দু’টোর মধ্যে সমস্ত দলীয় কর্মী সমর্থক ও সাধারণ মানুষকে সভাস্থলে পৌঁছাতে আবেদন করা হয়েছে। নিরাপত্তার কারণে যাতায়াত সাময়িক ব্যাহত হবে। ‘

বিস্ট জানান, সভাস্থল থেকে প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা করবেন । সভাস্থলের পাশেই অন্য একটি মঞ্চে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সব কিছু ঠিক থাকলে শনিবারই ওই মঞ্চ থেকে এনজেপি থেকে পাটনা, বন্দেভারতের সূচনা করবেন।

পাশাপাশি বেশ কিছু হাইওয়ে সহ বিভিন্ন প্রকল্পের সুচনা ও শিলান্যাস করবেন। ৩০-৩৫ মিনিটের এই অনুষ্ঠানের পর তিনি সোজা চলে যাবেন মুল অনুষ্ঠান অর্থাৎ জনসভায় ভাষন দিতে। জানা গিয়েছে, অসমে একটি সরকারি অনুষ্ঠান বাতিল হওয়ার জন্য তাঁর কর্মসূচি এগিয়ে আনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here