উচ্চমাধ্যমিকের সিলেবাসে আমূল পরিবর্তন, কী কী বদল হল?

0
61

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ মার্চ, কলকাতাঃ পুরোপুরি বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। একাদশ ও দ্বাদশ শ্রেণির সিলেবাস বদলানোর ক্ষেত্রে অনুমোদন দিল বিকাশ ভবন। চলতি বছরে যারা একাদশ শ্রেণির পাঠ শুরু করবে, তাদের নতুন সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে হবে। ২০১২-১৩ সালে উচ্চমাধ্যমিকের সিলেবাসে শেষ পরিবর্তন করা হয়েছিল।

এই দশ বছরের মধ্যে সর্বভারতীয় স্তরের পড়াশোনার ধরনে একাধিক পরিবর্তন এসেছে। তাই সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে বদল করা হচ্ছে সিলেবাস। সূত্রের খবর, বাংলা, ইংরেজির সিলেবাসের বেশিরভাগটাই বদলে যাচ্ছে। বিজ্ঞানের ক্ষেত্রে খুব একটা বদল আসছে না। ইতিহাসের সিলেবাস আরও আধুনিক করা হচ্ছে।

শিক্ষাবিদদের পরামর্শ নিয়ে পাঠ্যক্রম থেকে বাদ যাচ্ছে প্রাচীন ইতিহাসের একটা বড় অংশ। স্বাধীনতা পরবর্তী ঘটনাক্রমের ওপর জোর দেওয়া হচ্ছে। একেবারে সাম্প্রতিক ঘটনারও উল্লেখ থাকবে বলে সূত্রের খবর। যেমন ভারতে হওয়া জি ২০ সম্মেলনের কথাও উল্লেখ থাকতে পারে বলে জানা যাচ্ছে। বাংলা ও ইংরেজির প্রায় সব পদ্য ও গদ্য পরিবর্তন করা হচ্ছে বলেও সূত্রের খবর।

এছাড়া বাণিজ্য বিভাগে বা কমার্সে আধুনিক বিষয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। যেমন জিএসটি থাকতে পারে পাঠ্যক্রমে। বিজ্ঞানের সিলেবাসে খুব একটা পরিবর্তন হয়নি। চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে নতুন সিলেবাস। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, নয়া পাঠ্যক্রমের ভিত্তিতে বই ছাপার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

সেই বই বাজারে চলে আসবে বলে সংসদের তরফে জানানো হয়েছে। যদিও তাতে উদ্বেগ কাটছে না পড়ুয়া এবং অভিভাবকদের একাংশের। কারণ এখন অনেকেই মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই উচ্চমাধ্যমিক স্তরের পড়াশোনা শুরু করে দেয়। সেই পরিস্থিতিতে নয়া সিলেবাসের বই প্রকাশ করতে যত দেরি হবে, তত তাদের অসুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here