খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ অক্টোবরঃ রাজ্যে আসন্ন SIR প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা ফের তুঙ্গে। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় কমিশন ও কেন্দ্রকে আক্রমণ করে সতর্কবার্তা জারি করলেন।
মমতা বলেন, “আগুন নিয়ে খেলবেন না। বিজেপির মন্ত্রী বলছে এক কোটি নাম বাদ যাবে ওরা কারা? অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে। দুই মাসে মানুষ কীভাবে তথ্য দেবেন?” তাঁর দাবি, এসআইআরের নাম করে এনআরসি চালুর চেষ্টা চলছে এবং ভোট কাটার ষড়যন্ত্র হচ্ছে রাজ্যে।
আগামী ২ নভেম্বর থেকে এসআইআর শুরু হতে পারে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোলাঘাটে BLO ও ERO-AERO সভায় ইঙ্গিত দেওয়ার পরই মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া সামনে আসে। তিনি প্রশ্ন তোলেন, “ভোট এখনও ঘোষণা হয়নি, তাহলে ভিত্তি কীসের উপর কমিশন জেলায় জেলায় বৈঠক করছে?”
মুখ্যমন্ত্রীর গুরুতর অভিযোগ, রাজ্য প্রশাসনকে অন্ধকারে রেখে কমিশন গোপনে বৈঠক করছে এবং BLO-দের ডেকে চাপ সৃষ্টি করছে। আরও একধাপ এগিয়ে তিনি রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাঁশের চেয়ে কঞ্চি দড়! তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সময় এলে সব বলব। দুর্নীতির সাথে জড়িত।”
অসম সরকারের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ তিনি“অসম কীভাবে বাংলার নাগরিকদের নোটিশ পাঠায়? কমিশন নিরপেক্ষতা দেখাবে কি না, তা এখন বড় প্রশ্ন।”
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি নিজে শুনেছি মিটিংয়ে বলা হয়েছে নাম বাদ দাও। নাম বাদ দেওয়ার ওরা কে? নির্বাচন ছাড়া কেন্দ্র কোনো কাজ করে না। রাজ্যকে টাকা দেয় না, অথচ ভোটের সময় খরচ বাড়ে।”
রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে স্পষ্ট এসআইআরকে ঘিরে শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক সংঘাতও তীব্র আকার ধারণ করছে। গণতান্ত্রিক অধিকারের নামে ভোটাধিকার হরণ হলে “পাল্টা অ্যাকশন” হবে এমনই কড়া হুঁশিয়ারি দিলেন তিনি।