চোপড়ায় মৃত শিশুদের পরিবারকে দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্য, ঘোষণা মমতার

0
30

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২২ ফেব্রুয়ারি, কলকাতাঃ চোপড়ায় মৃত শিশুদের পরিবারকে দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত এই অর্থ নিহত শিশুদের পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য মুখ্য সচিবকে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছু দিন আগে চোপড়ায় নর্দমার জন্য কাটা মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যু ঘটেছিল।

চোপড়ার চেতনাগজ গ্রামের সেই ঘটনায় বিএসএফের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে তৃণমূল। অভিযোগ, বিএসএফের খোঁড়া নালায় মাটি চাপা পড়ে ওই চারশিশুর মৃত্যু হয়েছে। চোপড়া কাণ্ডের পরই বিধানসভায় দাঁড়িয়ে বিএসএফের শাস্তি চেয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। বলেন, “আমি বিএসএফের শাস্তি চাই।”

মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে পরিদর্শনে চোপড়ায় যান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং গোলাম রব্বানি। ২০ ফেব্রুয়ারি চোপড়ায় যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। মৃত শিশুদের পরিবারের সঙ্গে তিনি দেখা করেন। রাজ্যপাল ঘোষণা করেছিলেন, ওই শিশুদের পরিবারগুলিকে এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এর পর এদিন চোপড়ার মৃত শিশুদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করল রাজ্য সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here