ফের বিশ্বের জনপ্রিয়তম নেতা নমো, পেছনে ফেললেন বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের

0
60

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২২ ফেব্রুয়ারি, নয়াদিল্লিঃ বিশ্বের জনপ্রিয়তম নেতার শিরোপা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি প্রকাশিত মর্নিং কনসাল্ট-এর সমীক্ষায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতা হিসাবে উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রীর নাম। নরেন্দ্র মোদি ৭৮ শতাংশ ভোট পেয়েছেন। তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রুজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। তাঁর প্রাপ্ত ভোট ৬৪ শতাংশ।

এরপর ৫৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন সুইৎজারল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যালেই বারসেট। তারপর ৫০ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। পঞ্চম স্থান দখল করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিয়ো লুলা দা সিলভা (৪৭ শতাংশ)।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানেজ ৪৫ শতাংশ ভোট পেয়ে জনপ্রিয় নেতার তালিকায় ষষ্ঠ স্থান পেয়েছেন। সপ্তম স্থানে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অন্যদিকে মাত্র ৩৭ শতাংশ ভোট পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জনপ্রিয় রাষ্ট্রনেতার তালিকায় নবম স্থান পেয়ছেন তিনি। এরপরে দশম স্থানে রয়েছেন

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর প্রাপ্ত ভোট ৩৫ শতাংশ। আর ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক পেয়েছেন মাত্র ২৭ শতাংশ ভোট। তিনি তালিকায় ১২ তম স্থান পেয়েছেন। এরপরে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। তাঁর প্রাপ্ত ভোট ২৪ শতাংশ। জানা গিয়েছে, বিশ্বের রাষ্ট্রনেতাদের নিয়ে চলতি বছরের ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৭দিন ব্যাপী সমীক্ষা চালিয়েছে মর্নিং কনসাল্ট। সেই সমীক্ষার ভিত্তিতেই এই তালিকা প্রকাশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here