দু’দিন পর উনি রাজনীতি ছেড়ে দিলে কী করবেন?’ সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী অভিজিৎ গাঙ্গুলিকে বিঁধলেন দেবাংশু

0
59

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ মার্চ, পূর্ব মেদিনীপুরঃ শুভেন্দু গড় তমলুকে প্রার্থী করে পাঠানো হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। রবিবার ব্রিগেডের সভায় প্রার্থী তালিকা ঘোষণার পরই মাঠে নেমে পড়েছেন তিনি। মন্দির, মসজিদের দুয়ারে মাথা ঠুকে শুরু করেছেন প্রচার। বৃহস্পতিবার ছিল ‘নন্দীগ্রাম দিবস।’ এই বিশেষ দিনে নন্দীগ্রামে দাঁড়িয়ে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ‘পদ্মের’ অভিজিৎ গাঙ্গুলিকে নাম না করে তুলোধোনা করলেন দেবাংশু।

সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীকে নিয়ে দেবাংশু বলেন, “আমি শুধু একটা জিনিস দেখলাম, বিজেপির তরফ থেকে যিনি প্রার্থী হতে পারেন বলে নাম শোনা যাচ্ছে, তমলুকে এসেছিলেন, প্রচার করে গিয়েছেন, আজ নন্দীগ্রাম দিবসে শুভেন্দুবাবু এসেছেন, তাঁকে কি আপনারা দেখতে পেয়েছেন? নন্দীগ্রাম দিবস নিয়ে তিনি কি একটি বাক্যও ব্যয় করেছেন?”

এখানেই না থেমে দেবাংশু আরও বলেন, “ঠান্ডা ঘরে বসেছিলেন প্রার্থী হচ্ছেন। ভোট যদি ভুলে দিয়েও দেন, আবার ভোট নিয়ে কলকাতায় ফিরে যাবেন। পাঁচ বছরে এদিকে আর ফিরেও তাকাবেন না, কেন তাকাবেন না জানেন? যে মানুষটা রাজনীতিতে ছিলেন না, হঠাৎ করে তিনি চার দিন আগে রাজনীতিতে যোগ দিলেন। ভোট জেতার পর যদি তিনি জিতে যান. তারপর হঠাৎ ৬ মাস পরে তাঁর যদি মনে হয়, রাজনীতিটা ভাল লাগছে না। রাজনীতি তাঁর জন্য নয়, তখন তিনি রাজনীতি ছাড়লে সাংসদ পাবেন কোথায়?”

যদিও দেবাংশুর কথার পাল্টা প্রতিক্রিয়া অভিজিতের তরফে এখনও মেলেনি। পাশাপাশি দেবাংশু জানান, তিনি তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়লাভের পর সেখানকার মানুষের জন্য টোল ফ্রি নম্বরের ব্যবস্থা করবেন। সেখানে এলাকার সমস্যা শোনা ও তার সমাধান করা হবে। পাশাপাশি, তমলুক রাজ্যের আরও একটি এইমস হাসপাতাল করার ব্যাপারেও তিনি সংসদে উদ্যোগী হবেন বলেও জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here