‘বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে’, নির্বাচনের কমিশনের শো কজের জবাবে জানালেন দিলীপ

0
41

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ মার্চ, কলকাতাঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জন্য দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। তার প্রেক্ষিতেই শো কজ করা হয় দিলীপকে। কমিশনের শো কজের জবাব দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

জানা গিয়েছে, শো কজের উত্তরে বিজেপি প্রার্থী জানিয়েছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখা করা হয়েছে। তিনি কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করতে চাননি। বক্তব্যের কিছুটা অংশ তুলে ধরে কাঠগড়ায় তোলা হয়েছে। বিষয়টি নিয়ে নিঃস্বার্থ ভাবে কমিশনের কাছে ক্ষমা চেয়ে নেন বিজেপি প্রার্থী।

প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। প্রচারে বেরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে তিনি বলেন, “উনি কখনও বলেন আমি গোয়ার মেয়ে, কখনও বলেন আমি ত্রিপুরার মেয়ে। ওনার বাবা আসলে কে?” এই মন্তব্যের পরই ঝড় ওঠে দিলীপের বিরুদ্ধে। মন্তব্য করা নিয়ে তাঁকে সতর্ক করা হয় বিজেপির তরফেও।

নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। প্রথমে তারা মেল মারফত অভিযোগ জানায় কমিশনে। বৃহস্পতিবার তৃণমূলের প্রতিনিধি দল কমিশনে গিয়ে অভিযোগ করে। এর পরই দিলীপকে শোকজ করে জাতীয় নির্বাচন কমিশন। বিজেপি প্রার্থীর জবাব নির্বাচন কমিশনের কলকাতা অফিস থেকে দিল্লির সদর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ দিলীপের জবাবে নির্বাচন কমিশন সন্তুষ্ট হয় না কি তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক কোনও ব্যবস্থা নেওয়া হবে, তা দিল্লির মুখ্য নির্বাচন কমিশনারের অফিস থেকেই ঠিক করা হবে৷

এদিকে নিজের মন্তব্যের জন্য জেলার রিটার্নিং অফিসারের কাছে ক্ষমা চাইলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। হিরণ লিখেছেন, প্রায় ২৫ মিনিট ধরে অফিসারের সঙ্গে তাঁর কথোপকথন চলছিল। কখনও তাঁর সম্মানহানি তিনি করেননি। কিন্তু সংবাদমাধ্যমে কেবল একটা ছোট্ট অংশ দেখানো হচ্ছে। তবে এতে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি দুঃখিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here