আরও ২ আসনে প্রার্থী ঘোষণা করল সিপিএম, ঝাড়গ্রাম-আরামবাগে কারা লড়বেন?

0
37

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ মার্চ, কলকাতাঃ লোকসভা নির্বাচনে আরও দুই প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। শুক্রবার ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন আরামবাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিএমের বিপ্লবকুমার মৈত্র এবং ঝাড়গ্রাম থেকে সোনামনি টুডু। এই দুই প্রার্থীই নতুন বলে তিনি জানান।

বিপ্লব খানাকুলের প্রাক্তন সিপিএম বিধায়ক বংশীবদন মৈত্রের বড় ছেলে।  একইসঙ্গে বিমানবাবু বলেন, আগামী ৩১ মার্চের মধ্যেই বাকি সমস্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। প্রশ্ন উঠেছে সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করতে এত সময় লাগছে কেন? এর উত্তরে ফ্রন্টের তরফে জানানো হয়েছে বৃহত্তর মঞ্চ তৈরির চেষ্টা চলছে। বাকি আসনগুলি নিয়ে আলাপ আলোচনা চলছে।

এর আগে ২১ জনের নাম ঘোষণা করা হয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে ডায়মন্ড হারবার নিয়ে এখনও জট অব্যাহত। এদিনও সংশ্লিষ্ট কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বামেরা। স্বাভাবিকভাবেই ডায়মন্ডহারবারে কি প্রার্থী দেবে বামেরা, নাকি আইএসএফ যে আসন সমঝোতার আহ্বান জানিয়েছে তাতেই সাড়া দেবে, তা নিয়ে বাড়ছে জল্পনা। এদিকে ডায়মন্ড হারবার নিয়ে এখনও আশাবাদী আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী।

এদিনই তিনি জানিয়েছেন, “আশা করছি দু’ একদিনের মধ্যেই ডায়মন্ড হারবারে দল প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করবে। সেক্ষেত্রে দল ভোটে লড়ার অনুমতি দিলে অভিষেককে ওখানে আমি প্রাক্তন করে দেব।” এদিকে রাজ্যে লোকসভা নির্বাচনের সঙ্গে কয়েকটি আসনে উপনির্বাচন হতে চলেছে। বিজেপি এবং তৃণমূলের তরফে প্রার্থী ঘোষণা হলেও বামেরা এখনও প্রার্থী ঘোষণা করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here