‘তমলুকে দাঁড়াবেন না, হারিয়ে দেওয়া হবে’, প্রাক্তন বিচারপতি অভিজিৎকে ‘পরামর্শ’ কুণালের

0
102

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ মার্চঃ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোটে না দাঁড়ানোর পরামর্শ দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুণাল বারণ করেন গঙ্গোপাধ্যায়কে।

এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি প্রাক্তন বিচারপতির উদ্দেশে লিখেছেন, ‘পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ। আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত। ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে। বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না। তমলুকে তৃণমূল জিতবে। দুমাস পর আপনার সব সম্মান নষ্ট হবে।’

এর পর তিনি লিখেছেন, ‘যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে, সেই আপনাকে হারাবে। তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না। এখনও সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন। পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন।’

সোশ্যাল মিডিয়ায় কুণালের এই পোস্টের পর সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “কুণালবাবু আপনার এই উপদেশ ও পরামর্শের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।”

প্রসঙ্গত, বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার আগেই ছড়িয়ে পড়ে তমলুক থেকে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও এখনও দলের তরফে কিছু জানানো হয়নি। তমলুকে বেশ কয়েক জায়গায় দেওয়াল লেখা হয়েছে। অন্য দিকে তৃণমূল সেখানে দেবাংশু ভট্টাচার্যকে দাঁড় করিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here