রাজ ও শিল্পার প্রায় ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, নেপথ্যে কী কারণ?

0
105

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ এপ্রিল, মুম্বই: বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রার প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। বৃহস্পতিবার সকালে ইডির তরফে এক্সে একটি পোস্ট করা হয়।

সেখানে লেখা রয়েছে, ‘রাজের স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট ৯৭.৭৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এরমধ্যে জুহুতে একটি আবাসিক ফ্ল্যাটও রয়েছে। ওই ফ্ল্যাটটি রয়েছে শিল্পা শেঠির নামে। এছাড়া পুণেতে রাজ কুন্দ্রার নামে থাকা বাংলোও বাজেয়াপ্ত করা হয়েছে।’

মুম্বই ও দিল্লি পুলিশ সম্প্রতি ভেরিয়েবল টেক নামে একটি সংস্থা ও তার প্রমোটার অমিত ভরদ্বাজ, অজয় ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা করেছে। তারা বিটকয়েনের ব্যবসা ফেঁদে প্রায় ৬৬০০ কোটি টাকা তুলেছিল।

সেই সঙ্গে আমানতকারীদের বলেছিল মাসে ১০ শতাংশ সুদ দেবে। কিন্তু প্রচুর মানুষের কাছ থেকে টাকা তুলে তারা বেপাত্তা হয়ে গেছে। এই অমিত ভরদ্বাজের থেকে ২৮৫টি বিটকয়েন নিয়েছিলেন রাজ কুন্দ্রা। ইউক্রেনে বিটকয়েন ফার্ম খোলার জন্য এই টাকা নিয়েছিলেন কুন্দ্রা।

ইডির দাবি এই ২৮৫টি বিটকয়েনের মূল্য ১৫০ কোটি টাকা যা এখনও তাঁর কাছে রয়েছে। এটা লোক ঠকানো টাকা। সেই কারণেই তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও এই প্রথম নয়, এর আগে ২০২১ সালে রাজের বিরুদ্ধে অশ্লীল ছবি তৈরির অভিযোগ উঠেছিল। সেই মামলাতে তাঁকে গ্রেপ্তারও করা হয়। যদিও পরে জামিনে মুক্তি পান তিনি। তবে সেই মামলার নিষ্পত্তি এখনো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here