উত্তরবঙ্গ সফর বাতিল করলেন রাজ্যপাল, সিদ্ধান্ত বদলের কারণও জানালেন বোস

0
80

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ এপ্রিল, কলকাতা: বিতর্কের জেরে উত্তরবঙ্গ সফর বাতিল করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার রাজভবনের তরফে বিবৃতি দিয়ে বোস জানান, ”বাংলার মানুষের পাশে থাকাটাই আমার অগ্রাধিকার। আমার লক্ষ্য রাজ্যে হিংসার বিরুদ্ধে লড়াই করা, বিশেষ করে নির্বাচনের সময়। কিন্তু রাজ্যপালের কার্যালয়কে রাজনীতিকরণের চেষ্টা করা হচ্ছে। আমি কাউকে রাজ্যপালের পদের মর্যাদা ক্ষুন্ন করতে দেব না।”

তিনি আরও লেখেন, ‘সংবিধান অনুযায়ী রাজ্যপালের গতিবিধি কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু আমি নিজেকে রাজনীতির বোড়ে হিসাবে ব্যবহার করতেও দেব না।’‌ তিনি বলেন, ‘‌পিস রুমে থেকে মানুষের অভিযোগ শুনব। উত্তরবঙ্গ সফর বাতিল করলাম।’‌

প্রসঙ্গত, শুক্রবার ভোট রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। এই তিন কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি স্পর্শকাতর কোচবিহার। সে কারণেই প্রথম দফার ভোটের দিন কোচবিহারে যেতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু নির্বাচন কমিশন রাজ্যপাল বোসকে না যাওয়ার অনুরোধ করেছিল।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্যপালের উত্তরবঙ্গ সফর নিয়ে নির্বাচন কমিশনে নালিশ করেছিল তৃণমূল। অভিযোগ ছিল, নির্বাচনী বিধি ভেঙে ভোটের দিন এবং আগের দিন উত্তরবঙ্গের লোকসভা ক্ষেত্রে সফর করতে চলেছেন রাজ্যপাল বোস। এই সফর ঘিরে বিতর্ক দেখা দিতেই ভোটের সময় উত্তরবঙ্গ সফর বাতিল করে দিলেন রাজ্যপাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here