ফের রাজ্যের ডিজি বদল, বিবেক সহায়ের জায়গায় এলেন সঞ্জয় মুখোপাধ্যায়

0
86

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ মার্চ, কলকাতাঃ ২৪ ঘণ্টার মধ্যে ফের রাজ্যের ডিজিপি বদল। বিবেক সহায়কে সরিয়ে  নতুন ডিজিপি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়। প্রশাসন সূত্রে খবর, মে মাসেই অবসর নেওয়ার কথা বিবেকের। এদিকে জুন মাসের ১ তারিখ শেষদফার নির্বাচন রয়েছে। বিবেক সহায় পদে বসলে নির্বাচন প্রক্রিয়ার মাঝপথে ফের ডিজি বদল করতে হত।

কমিশন চায় ভোট শুরু থেকে শেষ পর্যন্ত একজন ডিজিপি-র দায়িত্বেই থাকবে। যদি না তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের কোনও অভিযোগ ওঠে। তাই ১৯৮৯-র ব্যাচের আইপিএস অফিসারকে ডিজি পদে বসানো হল। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিককে চিঠি দেয় নির্বাচন কমিশন।

চিঠিতে জানানো হয়, রাজ্য পুলিশের ডিজি পদে সঞ্জয়কে বসাচ্ছে কমিশন। বিকেল ৫টার মধ্যে রাজ্যকে জানিয়ে দিতে হবে যে, সঞ্জয়কে ডিজির দায়িত্ব দেওয়া হয়েছে। রাজীব কুমারকে সোমবারই রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন।

রাজ্যের কাছে তিনটি নাম চাওয়া হয়েছিল। সেই নামের মধ্যে থেকে বিবেককে বসানোর অনুমতি দিয়েছিল নির্বাচন কমিশন। প্রসঙ্গত, রাজ্যের দেওয়া নামের তালিকায় সঞ্জয়ের নামও ছিল। ১৯৮৯ ব্যাচের আইপিএস সঞ্জয় মুখার্জি ছিলেন দমকল বিভাগের ডিজি। এবার এলেন রাজ্য পুলিশের ডিজির পদে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here