গার্ডেনরিচে বিপর্যয়ের ঘটনায় তিন ইঞ্জিনিয়ারকে শো-কজ় করলো কলকাতা পুরসভা

0
16

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ মার্চঃ গার্ডেনরিচে বিপর্যয়ের ঘটনায় প্রোমোটার ও অন্য জড়িতদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে (সুয়ো মোটো) মামলা দায়ের করল কলকাতা পুলিশ। কলকাতা পুরসভাও শো-কজ় করেছে তিন ইঞ্জিনিয়ারকে। একথা জানিয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। রবিবার রাতে পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে একটি বহুতলের একাংশ ভেঙে পড়ে আট জনের মৃত্যু হয়েছে। ফিরহাদ জানিয়েছেন, ওই বরোর এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শো-কজ় করা হয়েছে।

পুরসভা সূত্রে খবর, শোকজ করা ইঞ্জিনিয়ারদের ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের অবস্থান জানাতে বলা হয়েছে। তা না পারলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। ঝুপড়ির ওপর নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন ৪-৫ জন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। পাঠানো হচ্ছে অক্সিজেন-জল।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় হাসপাতালে এখনও ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ১ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। বহুতলটি বেআইনিভাবে তৈরি তা আগেই জানিয়েছেন মেয়র এবং মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মেয়র ফিরহাদ হাকিমের পাশাপাশি ঘটনাস্থলে যান বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here