ভোট মিটলেও, বো*মা আত*ঙ্কের ঘটনায় চাঞ্চল্য শীতলকুচিতে

0
25

শীতলকুচি, কোচবিহার, ২৪ এপ্রিলঃ ভোট মিটে গেছে! তবুও একের পর এক বোমা উদ্ধার হচ্ছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায়। আজ শীতলকুচির বানিয়াটাড়ি জিগাতলীর ঘাটে সকাল বেলা নদীতে সকেট বোমা দেখতে পারেন এলাকার বাসিন্দারা। এই দৃশ্য নজরে পড়তেই এলাকাবাসীরা কৌতুহল বসতো ভিড় জমাতে শুরু করেন। ভিড় বাড়তে থাকলে পরবর্তীতে খবর দেওয়া হয় শীতলকুচি পুলিশ প্রশাসনে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ।

পুলিশ বোমা উদ্ধার করে শীতলকুচি থানায় নিয়ে আসে। তবে কারা ফেললো এই বোমা ? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ । স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মাধবচন্দ্র বর্মন জানান এলাকার কয়েকজন যুবক মাছ ধরতে নদীতে নামলে নজরে আসে বোমা। এই খবর পেয়ে পরবর্তীতে খবর দেওয়া শীতলকুচি থানায় শীতলকুচি থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে বোমা গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কারা ফেললো? এখনো জানা যায়নি । গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকাজুড়ে।

 প্রসঙ্গত গত ১৯ এপ্রিল প্রথম দফায় কোচবিহার জেলায় দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে এ ধরনের ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে শীতলকুচি থানার ওসি এন্থনী হোরো জানান খবর পেয়ে আমরা সেখান থেকে কয়েকটি বোমা উদ্ধার করেছি তবে কারা ফেললো এই বোমা গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here