আচমকা ঝড়ের তাণ্ডবে ,ক্ষতিগ্রস্ত তিনটি বাড়ি সহ বাড়ির বিভিন্ন অংশ

0
69

বীরভূম, ২৪ এপ্রিলঃ প্রতিটি জেলা জুড়ে চলছে প্রখর গ্রীষ্মের দাবদাহ। নাজেহাল গোটা বঙ্গবাসী প্রতিটি ক্ষেত্র প্রতিটি সময় হাওয়া অফিসের দিকে নজর থাকছে গোটা বাংলার মানুষের। একটুখানি শান্তির স্বস্তি চাইছে মানুষজন। আর এই প্রখর দাবদহের মধ্যেই ঘটে গেল এক তান্ডব।

ঘন কালো মেঘে ঢেকে গেলো বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত বক্রেশ্বরে আচমকায় এলাকা জুড়ে নামল ঝড়ের তাণ্ডব। স্তব্ধ জনজীবন।গতকাল রাত্রি প্রায় দশটা নাগাদ বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত বক্রেশ্বরে আচমকায় ঝড়ের তাণ্ডবে কেঁপে উঠল গোটা এলাকা এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি বাড়ি সহ বাড়ির বিভিন্ন অংশ।

এই ঝড়ের তান্ডব এর ঘটনাকে কেন্দ্র করে অসহায় হয়ে পড়েছে তিনটি পরিবার। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হয়েছে এখনো পর্যন্ত জানা না গেলেও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। অসহায় মানুষগুলি এই মুহূর্তে প্রশাসনের কাছে দাবী জানাচ্ছে দ্রুত প্রশাসনিক সাহায্যের। ক্ষতিগ্রস্ত পরিবার গুলির মধ্যে মুকুলা মিদ্ধা, দেবা মিদ্ধা, মিলি মিদ্ধা, ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here