লোকসভার আগে উত্তরবঙ্গে প্রথম পদযাত্রা, ইসলামপুর-চোপড়ায় মমতাকে দেখতে ভিড়

0
27

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ জানুয়ারিঃ লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে ইসলামপুরে জনসংযোগ যাত্রায় পা মেলালেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উত্তরবঙ্গে প্রথম পদযাত্রা। মঙ্গলবার উত্তর দিনাজপুরের চোপড়া এবং ইসলামপুরে পদযাত্রা করলেন তিনি। প্রায় দেড় কিলোমিটার রাস্তা হাঁটলেন তিনি। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দু-পাশে ভিড় ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তা রক্ষীদের হিমসিম খেতে হয় অবস্থা সামলাতে গিয়ে।

মুখ্যমন্ত্রী নিজেই নিজেকে সামলে নিয়ে দ্রুত যাত্রা শেষ করেন তিনি জানান, সবার জন্য এই যাত্রা আর মানুষের যাতে কোন ধরনের অসুবিধা না হয় সেটাও আমাদের দেখতে হবে। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন অরুপ বিশ্বাস এবং বেশ কয়েকজন বিধায়ক। মুখ্যমন্ত্রী জানান, আগামী লোকসভা নির্বাচনে বিজেপীকে দুরমুশ করবে বাংলার মানুষ। আর সেটা দেখা শুধুমাত্র সময় এর অপেক্ষায় থাকা মাত্র। এদিন মুখ্যমন্ত্রী হাত জোড় করে জনগনকে অভিনন্দন জানাতে দেখা যায়।

উল্লেখ্য, সোমবারই শিলিগুড়িতে জনসভার পর কর্মসূচিতে বদল করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, বালুরঘাট এবং রায়গঞ্জে জনসভার পাশাপাশি ইসলামপুর এবং চোপড়ায় পদযাত্রা করবেন। এদিনের পদযাত্রায় রাস্তায় পাশে দাঁড়ানো স্কুল পড়ুয়াদের সঙ্গে সেলফিও তুলেছেন মুখ্যমন্ত্রী। বুধবার মুর্শিদাবাদ যাচ্ছেন তিনি। লোকসভা ভোটের আগে অধীর গড়ে জনসভা করবেন। তার জন্য এখন থেকেই সাজছে বহরমপুর স্টেডিয়াম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here