অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরল প্রাথমিক নিয়োগ মামলা, দেওয়া হল বিচারপতি রাজাশেখর মান্থাকে

0
48

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ জানুয়ারি, কলকাতাঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরল প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলা। এবার থেকে এই সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে প্রধান শ্রমিক ও শিল্প সংক্রান্ত মামলার শুনানি হবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের সংঘাতের মাঝেই হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসার পর শিক্ষা সংক্রান্ত একাধিক মামলা শুনানি হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। স্কুল সার্ভিস কমিশন, প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা শুনেছেন তিনি। পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে পর তাঁর বেঞ্চ থেকে বেশ কয়েকটি মামলা সরিয়ে নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, আগেই বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে শিক্ষা সংক্রান্ত বেশিরভাগ মামলাই সরিয়ে নেওয়া হয়েছিল। শুধুমাত্র উচ্চ প্রাথমিকের মামলা ছিল তাঁর কাছে। মঙ্গলবার সেই মামলা থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন বিচারপতি সৌমেন সেন। মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলার নির্দেশকে ঘিরে গত সপ্তাহে নজিরবিহীন সংঘাতে জড়িয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি বিষয়টিতে হস্তক্ষেপ করেন। প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করে দুই বিচারপতির দ্বন্দ্ব নিরসনের চেষ্টা হয়। শীর্ষ আদালতে ওই মামলার শুনানি হবে তিন সপ্তাহ পর। কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির সংঘাত নিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম কার্যত বিরক্তি প্রকাশ করেন।

এমনকী কারও নাম না করে তিনি বলেন, আইনের মন্দিরে এই ঘটনা কখনই কাম্য নয়। সমগ্র পরিস্থিতির জন্য তিনি খুবই দুঃখিত এবং অনুতপ্ত। এই অপ্রীতিকর পরিস্থিতি জনসাধারণের মধ্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। তবে আদালতের এও পর্যবেক্ষণ, পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এর কিছু পরেই হাইকোর্টের তরফে এই প্রশাসনিক সিদ্ধান্ত জানানো হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here