‘গুন্ডামি বরদাস্ত নয়, কড়া পদক্ষেপ করব’, ভূপতিনগরের ঘটনার নিন্দায় বললেন রাজ্যপাল

0
27

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ এপ্রিল, কলকাতা: ভূপতিনগরে এনআইএ-র আধিকারিকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই ধরনের ‘গুন্ডামি’ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ করার কথাও বলেছেন রাজ্যপাল।

তিনি বলেন, ‘‘এনআইএ অফিসারদের উপর এ হেন আক্রমণ খুবই গুরুতর ঘটনা। তদন্তকারী সংস্থাগুলিকে হুমকি দেওয়া কোনও কাজের বিষয় নয়। এই ঘটনাকে শক্ত হাতে মোকাবিলা করতে হবে।’’

বাংলার রাজ্যপাল আরও বলেন, “এটা ভীষণই গুরুতর পরিস্থিতি ৷ ততটা গুরুত্ব সহকারেই বিষয়টিকে সামলাতে হবে যতটা প্রাপ্য ৷ এই ধরনের গুন্ডাগিরি কোনওভাবেই বরদাস্ত করা হবে না ৷ আইনি শক্তির ঊর্ধ্বে গিয়ে পেশিশক্তির আস্ফালন কাম্য নয় ৷ কড়া হাতে এই ঘটনা সামলাতে হবে ৷”

২০২২ সালের বোমা বিস্ফোরণের তদন্ত করতে এদিন পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে যায় জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা ৷ ঘটনায় অভিযুক্ত দুই অভিযুক্ত তৃণমূল নেতা বলাই মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেফতার করেন তাঁরা। দুই অভিযুক্তকে নিয়ে ফেরার সময় এনআইএ আধিকারিকদের উপর হামলা চালানো হয় ৷

ঘটনায় নেতৃত্ব দেন গ্রামের মহিলারাই ৷ ভাঙা হয় আধিকারিকদের গাড়ির কাঁচ ৷ আহত হন এক এনআইএ আধিকারিকও। এই ঘটনায় স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যপাল।

এদিকে রাজ্যপালের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘উনি (রাজ্যপাল) প্রশাসনিক প্রধান নন, মনোনীত মানুষ হিসাবে এসেছেন। আমরা আবার ওঁর সাংবিধানিক এক্তিয়ারের কথা মনে করিয়ে দিতে চাই। মুখ্যমন্ত্রীর যা করার কথা তাঁকে সেটা করতে দিন। সাংবিধানিক এক্তিয়ারের বাইরে কথা বলার অভ্যাস বন্ধ করুন।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here