এনআইএ-র ‘অতিসক্রিয়তা’র অভিযোগে কমিশনের দ্বারস্হ তৃণমূল, রবিবার ভূপতিনগরে যাচ্ছেন চন্দ্রিমা-কুণাল

0
30

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ এপ্রিল, কলকাতা: ভূপতিনগরের ঘটনায় এনআইএ-র বিরুদ্ধে ‘অতিসক্রিয়তা’র অভিযোগ তুলে এ বার নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনারের সময় চাওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর। তৃণমূলের ওই প্রতিনিধি দলে এক জন রাজ্যসভার সাংসদ এবং এক জন প্রাক্তন সাংসদ থাকবেন।

তাঁরা মূলত ভূপতিনগরের ঘটনা নিয়েই লিখিত অভিযোগ জানাতে যাবেন কমিশনের কাছে। পাশাপাশি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভূপতিনগরে তৃণমূলের প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ তাঁর নির্দেশে ভূপতিনগর যাবেন।

এনআইএ-এর বিবৃতিতে জানানো হয়েছে, গত ২০২২ সালের ডিসেম্বরের বিস্ফোরণের ঘটনায় এনআইএ শনিবার দুজনকে গ্রেপ্তার করতে যায়। পাঁচটি জায়গায় তল্লাশির পর বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু অভিযোগ, মনোব্রত জানার বাড়ির কাছে স্থানীয় বাসিন্দারা বাধা দেওয়ার চেষ্টা করেন।

তাঁরাই হামলা চালায়। গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনায় স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ধৃত দুই তৃণমূল নেতা মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে এনআইএ। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তাঁরা বোমা তৈরি, এলাকায় বোমাবাজি এবং সন্ত্রাস ছড়ানোর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।

ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান প্রসঙ্গে শনিবারই মমতা বলেছেন, ‘‘মধ্যরাতে কেন লোকের বাড়িতে ঢুকে গ্রেফতার করেছে? অচেনা লোকজনকে মাঝরাতে দেখলে এলাকার মা-বোনেরা যা করার, তাই করেছেন।’’ রবিবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ যাবেন সেখানে। স্থানীয় নেতৃত্বকে নিয়ে বড় জনসভা হবে অর্জুননগরে। তৃণমূলের অঞ্চল সভাপতি বলাইচরণ মাইতি ও বুথস্তরের নেতা মনোব্রত জানার পরিবারের সঙ্গে দেখা করবেন চন্দ্রিমা এবং কুণাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here