আমুল বেবিদের দেখার চেয়ে কাজিরাঙার গণ্ডার দেখা লাভজনক! রাহুল-প্রিয়াঙ্কাকে খোঁচা হিমন্তর

0
34

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ এপ্রিল, গুয়াহাটি: রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধিকে আমুল বেবি বলে কটাক্ষ করলেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। লোকসভা ভোটের প্রচারে মঙ্গলবার অসমে গিয়েছিলেন প্রিয়ঙ্কা। যোরহাটের কংগ্রেস প্রার্থী গৌরব গগৈয়ের সমর্থনে তাঁর রোড-শোতে বিপুল জনসমাগম হয়েছিল।

এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী বলেন, “খুব গুরুত্বপূর্ণ কিছু নয়, আমি যতদূর জানি সেখানে ২,০০০-৩,০০০ লোক উপস্থিত ছিল। কে রাহুল-প্রিয়াঙ্কাকে দেখতে আসবে! লোকে পরিবর্তে বাঘ এবং গণ্ডার দেখতে কাজিরাঙায় যাবে। যা তাঁদের জন্য সময়ের সঠিক ব্যবহার হবে।”

এর পরেই রাহুল ও প্রিয়াঙ্কাকে ‘আমুল বেবি’ ভাইবোন বলে খোঁচা দেন হিমন্ত। বলেন, “ওঁরা শুধুমাত্র আমুলের প্রচারের জন্য উপযুক্ত। ওরা হচ্ছে ‘আমুল বেবি’। ওঁদের দেখার চেয়ে গণ্ডার দেখতে যান, বেশি লাভজনক হবে।’’ গত জানুয়ারিতে রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সময়ও ধারাবাহিক ভাবে প্ররোচনামূলক ও অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছিল হিমন্তের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে রাহুল গান্ধিকে ‘সাদ্দাম হোসেন’, কর্নাটকের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে ‘টিপু সুলতানের বংশধর’ বলেছিলেন হিমন্ত। এমনকি লোকসভা ভোট মিটলেই কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি।

যদিও হিমন্তের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি। তিনি বলেন, “হিমন্তের এমন কোনও মন্তব্য করা উচিত নয় যা মুখ্যমন্ত্রীর পদমর্যাদার বিরুদ্ধে। আসলে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় এখনও দলের বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারেননি। তাই নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণে এই ধরনের কথা তাঁকে বলতে হয়।“

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here